বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

যুদ্ধ বন্ধে জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাজি পুতিন

মস্কো: ইউক্রেন যুদ্ধ থামাতে রিয়াধে বৈঠকে বসেছে রুশ-মার্কিন প্রতিনিধি দল। আলোচনার প্রধান উদ্দেশ্য, তিন বছর ধরে চলা এই সংঘর্ষে যত দ্রুত সম্ভব ইতি টানা। সেখানে অবশ্য ব্রাত্যই ছিল ইউক্রেন। সূত্রের খবর, সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের দিনক্ষণ ঠিক হতে পারে। তবে এসবের মধ্যে মঙ্গলবার বড় ঘোষণা করলেন পুতিন। জানালেন, প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে তিনি রাজি। ইতিমধ্যে একথা নিশ্চিত করেছে ক্রেমলিন। এদিন রিয়াধে  রুশ-মার্কিন বৈঠক শেষে দু’পক্ষই ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। এজন্য গড়া হচ্ছে উচ্চ পর্যায়ের টিম। পাশাপাশি, আমেরিকা ও রাশিয়ার মধ্যে ফের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। এজন্য দুই দেশেই পরস্পরের দূতাবাসগুলিকে ফের স্বাভাবিক ছন্দে ফেরানো হবে।
ক্ষমতায় আসার পরেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামানোর উপর বারবার জোর দিয়েছেন ট্রাম্প। সেই লক্ষ্যেই রিয়াধে প্রথমবার বৈঠক করেন রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিরা। এদিন ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করেন বিদেশ সচিব মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও মধ্য প্রাচ্য অঞ্চলের দূত স্টিভ উইটকফ। মস্কোর হয়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের অন্যতম সহযোগী ইয়ুরি উশাকভ। যদিও এদিনের বৈঠকে  ছিলেন না কিয়েভের কোনও প্রতিনিধি। তাই রিয়াধের এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ তারা। জেলেনস্কি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমাদের অনুপস্থিতিতে করা চুক্তির কোনও মূল্য নেই।’ ইতিমধ্যে ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ফলে ইউরোপে ‘নতুন বন্ধু’ খুঁজতে তৎপর জেলেনস্কি। আজ, বুধবার সস্ত্রীক সৌদি সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন তিনি।  রুশ-আমেরিকার এই আপাত নৈকট্যের উপর চোখ রাখছে ন্যাটোর শরিক ইউরোপের একাধিক দেশ। যুদ্ধের শুরু থেকেই তাদের বিরুদ্ধে ইন্ধন জোগানোর অভিযোগের আঙুল তুলেছে ক্রেমলিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রুশ বাহিনী। পাল্টা জবাব দেয় জেলেনস্কির দেশ। তারপর কেটে গিয়েছে তিন বছর। প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। রক্তক্ষয়ী এই সংঘর্ষের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এই পরিস্থিতিতে পুতিনের এই ঘোষণায় বাড়ছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এদিন তুরস্কের আঙ্কারায় ইউক্রেনের নয়া দূতাবাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলেনস্কি। তিনি বলেন, ‘দেশ হিসেবে আমরাও শান্তি চাই। যুদ্ধ থামাতে চাই। তবে এর জন্য নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রতিশ্রুতি দিতে হবে। আশা করি, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও ইউরোপের প্রতিটি দেশ বিষয়টি নিশ্চিত করবে।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা