বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বাংলাদেশকে বশ মানাতে তৈরি ভারত,  আজ অভিযান শুরু রোহিতদের

দুবাই: প্রত্যাশার পারদ চড়িয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। পরিসংখ্যানে চোখ রাখলে মনে হবে, ডেভিড ও গোলিয়াথের লড়াই। ওয়ান ডে ফরম্যাটে এখনও অবধি ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়েছে ৪১ বার। তার মধ্যে ৩২ বারই জিতেছে ‘মেন ইন ব্লু’। সেই ধারা এবারও বজায় থাকা উচিত। কিন্তু খাতার হিসেব সবসময় মেলে না বাস্তবের বাইশ গজে। অঘটনও ঘটে। পচা শামুকে পা কাটার তিক্ত অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার কাছে নতুন নয়। তাই রোহিত বাহিনী সতর্ক। একই সঙ্গে জয়ের ব্যাপারে প্রত্যয়ীও। 
২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। গতবার (২০১৭) ফাইনালে উঠলেও খেতাব হাতছাড়া হয়েছিল পাকিস্তানের কাছে হেরে। এবার আক্ষেপ মেটানোর দারুণ সুযোগ। হাইব্রিড মডেলে দুবাইয়ে খেলবে টিম ইন্ডিয়া। আক্ষরিক অর্থে বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিত শর্মারা। টুর্নামেন্টের আয়োজক দেশ হলেও ভারতের বিরুদ্ধে খেলতে দুবাইয়ে আসতে হবে পাকিস্তানকেই। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ, যার দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। মহাম্যাচের আগে বাংলাদেশকে হারিয়ে মনোবল বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। তবে সাম্প্রতিক মাঠের বাইরের ঘটনাক্রম ভারত-বাংলাদেশ ম্যাচেও বারুদের যথেষ্ট জোগান দিচ্ছে।
ভারতীয় ক্রিকেটারদের আসল লড়াইটা অবশ্য নিজেদের সঙ্গেই। প্রত্যাশার বিপুল চাপ কাটিয়ে সেরাটা মেলে ধরতে হবে রোহিত, কোহলিদের। ব্যর্থ হলেই তীব্র হবে সমালোচনা। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁদের শেষ ওয়ান ডে টুর্নামেন্ট। মহাতারকারা তাই পালে হাওয়া টানতে এই মঞ্চকে কাজে লাগাতে চাইবেন। ভারতীয় ব্যাটিংয়ের বড় ভরসা এখন শুভমান গিল। দুরন্ত ফর্মে তিনি। রোহিতের সঙ্গে ওপেন করবেন। তিনে নামবেন কোহলি। ম্যাচের আগে অনুশীলনে তাঁকে বেশ চনমনে লেগেছে। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর রেকর্ড দারুণ উজ্জ্বল। পাশাপাশি বিরাটের ব্যাটেও বড় রান দেখার প্রতীক্ষায় ভারতীয় সমর্থকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন শ্রেয়স আয়ার। চার নম্বরে তাঁর জায়গা পাকা। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে পছন্দ কোচ গম্ভীরের। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে ঋষভকে হয়তো বসতে হতে পারে বেঞ্চে। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা— তিন অলরাউন্ডারের উপস্থিতি টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকে যতেষ্ট শক্তিশালী করেছে।
মেগা মঞ্চে অভিযান শুরুর আগে দুই শিবিরকেই ভাবাচ্ছে দুবাইয়ের আবহাওয়া। আকাশে কালো মেঘের ঘনঘটা। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। উইকেট থাকছে ঢাকা। পিচে আর্দ্রতা থাকবে বেশি। ফলে বল ঘুরতে পারে। সেই হিসেবে তিন স্পিনার নিয়ে নামতে পারেন রোহিত। তবে বুমরাহহীন পেস আক্রমণ কেমন পারফর্ম করে, সেদিকে থাকবে নজর। 
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে ক্রিকেট দলেও। আশান্তির আগুনে পুড়ে ছারখার ঐতিহ্য-পরম্পরা। আতঙ্ক সর্বত্র। এর মধ্যে মুশফিকুর, সৌম্যরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা মন বসাতে পারবেন, তা নিয়ে প্রশ্ন ক্রিকেট মহলে। হাসিনা সরকারের পতনের সঙ্গে সাকিব, লিটনরাও অতীত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে টাইগার বাহিনী। ব্যাটিংয়ে বড় ভরসা সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। দুই তরুণ পেসার নাহিদ রানা ও তানজিম হাসানের প্রশংসা শোনা গিয়েছে ইয়ান বিশপের কণ্ঠে। সঙ্গে আছেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর । আর বল টার্ন করলে ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেন মেহেদি হাসান মিরাজ।
খেলা শুরু দুপুর ২-৩০ মিনিটে। স্টার স্পোর্টস ও জিওহটস্টারে সম্প্রচার।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা