বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

মাঝমাঠ জমাট রাখাই লক্ষ্য মোলিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোসে মোলিনাকে স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরলেন মনবীর সিং। বৃহস্পতিবার দলের সঙ্গে সিচুয়েশন মুভমেন্টেও বেশ চাঙ্গা দেখাল তাঁকে। আসলে কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পান মনবীর। দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়েছিলেন তিনি। আশঙ্কা ছিল, ওড়িশার বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে তো? জাতীয় দলের উইং-হাফ গত দু’দিন প্র্যাকটিস না করায় ধোঁয়াশা আরও বাড়ে। তবে মনবীর মাঠে নামায় আপাতত সব জল্পনায় দাঁড়ি পড়ল। সূত্রের খবর, তাঁকে প্রথম এগারোয় রেখেই দল সাজাচ্ছেন স্প্যানিশ হেড স্যার।
আইএসএলের সুপার সানডেতে ঘরের মাঠে মোহন বাগান বনাম ওড়িশা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তীব্র হাইপ। ২১ ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের পয়েন্ট ৪৯। হাউসফুল স্টেডিয়ামে টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিততে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি গোয়া একটি ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে পিছিয়ে। শনিবার মানোলো ব্রিগেডের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। সেক্ষেত্রে সন্দেশ ঝিংগানরা পয়েন্ট খোয়ালেই শিরোপা জিতবে মোহন বাগান। রবিবারের ওড়িশা ম্যাচ স্রেফ নিয়মরক্ষায় হয়ে দাঁড়াবে। হোসে মোলিনা অবশ্য আগ বাড়িয়ে ভাবতে চান না। প্রেসিং ফুটবলে সের্গিও লোবেরার দুর্গ ভাঙতে তৈরি তিনি। দুই স্প্যানিশ কোচই আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী। ফলে জমজমাট ডুয়েলের অপেক্ষায় ফুটবল মহল। কার্ড সমস্যা মিটিয়ে গ্রেগ স্টুয়ার্ট ফিরবেন। পাশাপাশি আশিস রাই ও অনিরুদ্ধ থাপাও চুটিয়ে অনুশীলন করেন। প্রথম দলে কোন চার বিদেশিকে খেলাতে পারেন মোলিনা? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দুই স্টপার আলবার্তো ও আলড্রেডকে বসানোর প্রশ্ন নেই। দুরন্ত ফর্মে থাকা জেমি ম্যাকলারেনও অটোমেটিক চয়েস। মাঝমাঠে কামিংস না স্টুয়ার্ট? অজি বিশ্বকাপার উইথড্রন ফরোয়ার্ডের ভূমিকাতেও সমান সফল। মোক্ষম সময়ে জাল কাঁপাতেও তাঁর জুড়ি নেই। অনুশীলনেও সাবলীল এই দুই বিদেশি ফুটবলার। ম্যাচের দু’দিন আগেই প্রথম একাদশ সাজিয়ে নিতে পারেন মোলিনা। মাঝমাঠের লড়াইয়ে ওড়িশাকে টেক্কা দিতে মরিয়া তিনি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা