বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মুখে ঢুকে সাইকেলের ‘স্পোক’, শিশুকে বাঁচাল এনআরএস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের জটিল অপারেশনে সাফল্য কলকাতার এক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এক ছোট শিশুর মুখে ঢুকে যাওয়া সাইকেলের ‘স্পোক’ বের করে তাঁকে জীবনদান করেছেন এনআরএস মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। প্রায় ৪৫ মিনিটের অপারেশন করে নদীয়ার নাকাশিপাড়ার বছর দুয়েকের এক শিশুকে মৃত্যুমুখ থেকে বাঁচিয়েছেন অধ্যাপক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সার্জারির টিম। শিশুটির নাম ঈশান রানা রায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি নদীয়ার নাকাশিপাড়ার বছর দুয়েকের ঈশানকে এনআরএসে নিয়ে আসা হয়। তখন তার মুখের ভিতরে সাইকেলের স্পোক ঢুকেছিল। সেই অবস্থাতেই ওইদিন সকাল ৯টা ২০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সার্জারি টিমের দায়িত্বে ছিলেন অধ্যাপক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন ডাঃ পরমা মুখোপাধ্যায়, ডাঃ ত্রৈলকেশ্বর প্রুসতি এবং ডাঃ কাঁখসা আলম প্রমুখ। জানা গিয়েছে, সেদিন বেলা সাড়ে ১১টা নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হয় ছোট্ট ঈশানকে। প্রায় ৪৫ মিনিটের সার্জারি শেষে বার করা হয় স্পোক। ১২.১৫ মিনিটে শিশুটিকে পিকুতে স্থানান্তর করা হয়। তারপর ১৯ ফেব্রুয়ারি বাচ্চাটিকে ইএনটি বিভাগের ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলেই দাবি চিকিৎসকদের।
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা