বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পুণ্যার্থী বোঝাই বাস পড়ল নয়ানজুলিতে, আহত সাত

সংবাদদাতা, কাকদ্বীপ: শুক্রবার সকালে সাগরদ্বীপে পথ দুর্ঘটনার কবলে একটি পুণ্যার্থী বোঝাই বাস। এতে বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে একটি বাস যাত্রী নিয়ে গঙ্গাসাগরের দিকে রওনা দিয়েছিল। ওই বাসে মোট ৩৮ জন যাত্রী ছিলেন। তাঁর মধ্যে ৩৫ জন পুণ্যার্থী ভিন রাজ্য থেকে এসেছিলেন। বাসটি চৌরঙ্গী এলাকায় নিয়ন্ত্রণ হারিটি রাস্তার পাশে একটি নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে ছুটে যান। খবর দেওয়া হয় সাগর থানায়। কিছুক্ষণের মধ্যে পুলিসও চলে আসে। তড়িঘড়ি বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রায় সাতজন আহত হন। তাদের সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছন় সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও কানাইয়া কুমার। 
মহারাষ্ট্র থেকে আসা এক পুণ্যার্থী লক্ষ্মণ যাদব বলেন, গঙ্গাসাগরে যাওয়ার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কয়েকজন আহত হয়েছেন। কিন্তু স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় বড় কোনও ক্ষতি হয়নি। প্রশাসন থেকে  এমনকী খাবার ও পোশাকের ব্যবস্থাও করা হয়েছে।
সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, পুণ্যার্থীরা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা। সবাই সুস্থ রয়েছেন। আলাদা একটি বাস ভাড়া করে তাঁদের গঙ্গাসাগর থেকে ঘুরিয়ে নিয়ে এসে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। - নিজস্ব চিত্র
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা