বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

গণপিটুনিতে মৃত্যু: পানিহাটির কাউন্সিলার সহ দোষী সাব্যস্ত ৫

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় শুক্রবার বারাকপুর আদালতে দোষী সাব্যস্ত হলেন পাঁচজন। দোষীদের মধ্যে রয়েছেন পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তারক গুহ। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটির গান্ধীনগরে দুর্গাপুজোর সময় শম্ভু চক্রবর্তীকে বাঁশের সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে ছিল। মারধরের জেরে শম্ভুর মৃত্যু হয়। অভিযুক্ত হিসেবে দশজনের নামে মামলা দায়ের হয়। 
শুক্রবার এই মামলার শুনানি ছিল বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অয়নকুমার ব্যানার্জির এজলাসে। বিচারক পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছেন। দোষীদের মধ্যেই রয়েছেন তৃণমূল কাউন্সিলার তারক গুহ। এছাড়াও বাকিরা হলেন, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার। তিনজনকে বেকসুর খালাস করে দিয়েছেন বিচারক। তাঁরা হলেন, মল্লিকা দে, নব চক্রবর্তী ও বুরন দাস। দু’জন পলাতক। আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা করবে আদালত। এদিন বিচারক পাঁচজন দোষীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারক গুহের দোষী সাব্যস্ত হওয়ার খবর পেয়ে আদালতে হাজির হন পানিহাটি পুরসভার কাউন্সিলার গোবিন্দ দাস সহ অনেকেই। এই রায়ে রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় বারাকপুর আদালত চত্বরে। রায় ঘোষণা করার পরই গ্রেপ্তার করা হয় তারক সহ দোষীদের। এই প্রসঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, পাড়ার ঝামেলা থেকে মারধরের ঘটনা ঘটেছিল। তখন তারক কাউন্সিলার ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখছে দল।
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা