বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

আমেরিকার শত্রুদের খুঁজে বের করা হবে, দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি কাশের

ওয়াশিংটন: পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করা হবে আমেরিকার ‘শত্রু’দের। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের ডিরেক্টর পদের দায়িত্ব নিয়েই চরম হুঁশিয়ারি দিলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। এফবিআইয়ের শীর্ষ পদে তাঁকে বসানো হবে, শপথের আগেই ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাশের মনোনয়নে সিলমোহর দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। কাশের পক্ষে পড়ে ৫১ এবং বিপক্ষে ৪৯টি ভোট পড়ে। তাঁর উপর আস্থা রাখার জন্য ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদও জানিয়েছেন কাশ। এদিন তাঁকে বলিউডি স্টাইলে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী তথা হোয়াইট হাউসের ডেপুটি অব চিফ স্টাফ ড্যান স্কাভিনো। এক্স হ্যান্ডলে ‘বাজিরাও মস্তানি’র ‘মলহারি’ গানের দৃশ্য পোস্ট করে সতীর্থ কাশকে অভিনন্দন জানিয়েছেন স্কাভিনো।
এদিন এক্স হ্যান্ডলে কাশ লিখেছেন, ‘৯/১১ হামলার পর আমেরিকাকে রক্ষা করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে বিশেষ ঐতিহ্য রয়েছে এফবিআইয়ের। স্বচ্ছ্ব এফবিআই চান আমেরিকাবাসী। বর্তমানে বিচার ব্যবস্থা রাজনীতিকরণ হচ্ছে বলে নাগরিকরা আস্থা হারাচ্ছেন। আমরা তাঁদের স্বচ্ছ্ব ও ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ পাশাপাশি কাশের হুঁশিয়ারি, ‘যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করবই।’ এফবিআই কর্মীদের রাজনীতির প্রভাব -মুক্ত করারও আশ্বাসও দিয়েছেন তিনি। 
১৯৮০ সালের ২৫শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন কাশ প্যাটেল। পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তাঁর বাবা-মা গুজরাতি। তিনি রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর পেস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আন্তর্জাতিক আইন নিয়েও পড়াশোনা রয়েছে তাঁর। -ফাইল চিত্র
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা