বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

মোদির মুখে ঝামা ঘষলেন বন্ধু ট্রাম্প,  ‘আমার সঙ্গে কোনও তর্ক নয়’

ওয়াশিংটন: হাউডি মোদি থেকে নমস্তে ট্রাম্প... ‘বন্ধুত্বে’র ঝলমলে বিজ্ঞাপন দেখেছে গোটা দুনিয়া। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতেই বন্ধুত্বের সেই বুলি উধাও! বরং, বেআইনি অভিবাসী ও শুল্ক ইস্যুতে ভারতকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে চলেছে আমেরিকা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠকেও তার অন্যথা হয়নি। মঙ্গলবার (মার্কিন সময়) সেকথা সামনে এনে মোদির মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছেন ‘বন্ধু’ ট্রাম্প স্বয়ং। নিজের দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের দাবি, বৈঠক চলাকালীন পাল্টা শুল্ক আরোপের ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তর্কাতর্কিও হয়। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার সঙ্গে কোনও তর্ক নয়।’
শুধু শুল্ক-যুদ্ধ নয়, বিশ্বজুড়ে আমেরিকার বাড়তি ব্যয় কাটছাঁটের উদ্যোগও নিয়েছে দ্বিতীয় ট্রাম্প প্রশাসন। ভারতে ভোটের হার বৃদ্ধির লক্ষ্যে ইউএস-এইড ২ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার বা ১৮২ কোটি টাকারও বেশি অনুদান দিত। ট্রাম্প ফের ক্ষমতায় এসেই তা বাতিল করেছেন। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ধনকুবের শিল্পপতি এলন মাস্কের নেতৃত্বে গঠিত নয়া দপ্তর ‘ডোজ’। সেই সিদ্ধান্তের পক্ষে এদিন জোরালো সওয়ালও করেন মার্কিন প্রেসিডেন্ট। রাখঢাক না করে এবিষয়ে ট্রাম্পের বক্তব্য, ‘আমরা ২ কোটি ১০ লক্ষ ডলার ভারতকে কেন দিচ্ছি? ওদের অনেক টাকা আছে। আমাদের কাছে ওরা অনেক কর নেয়। ওদের করের পরিমাণ খুব বেশি। আমরা তাই সেভাবে ব্যবসা করে উঠতে পারি না। ভারত ও তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে ভোটের হার বাড়ানোর জন্য ভারতকে ২ কোটি ১০ লক্ষ ডলারের অনুদান? কেন দেব?’
এরপরেই মোদির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টানেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা চলাকালীন পাল্টা শুল্কের ইস্যুতে স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছেছিল, ট্রাম্পের কথাতেই তা স্পষ্ট। গত ১৩ ফেব্রুয়ারি মোদির সঙ্গে বৈঠকের ঠিক আগেই তিনি ঘোষণা করেন, ভারতের উপরও সম হারে পাল্টা শুল্ক চাপানো হচ্ছে। ঘনিষ্ঠ শিল্পপতি মাস্কের সঙ্গে এক যৌথ সাক্ষাৎকারে সেই বৈঠকের পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেন ট্রাম্প। মঙ্গলবার রাতে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। সেখানে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন। ওঁকে আমি সাফ জানিয়ে দিই, আমরাও পাল্টা শুল্ক বসাব। আপনারা যে হারে শুল্ক নেবেন, আমরাও সেই হারে নেব। উনি (মোদি) না, না বলতে শুরু করেন। জানান, বিষয়টি তাঁর ভালো লাগছে না। কিন্তু আমি জানিয়ে দিই, আপনারা যা করছেন, আমরাও তাই করছি। সব দেশের ক্ষেত্রে নিয়ম এক।’
মোদির ওই সফরেই ৫০ হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত ভারত-মার্কিন চুক্তি হয়েছে। তাতে যে বরফ গলেনি সেটা ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট। মার্কিন এক সংস্থার রিপোর্ট, ট্রাম্পের এই সিদ্ধান্তে বছরে ৭০০ কোটি ডলার ক্ষতি হতে পারে ভারতের। মার্কিন পণ্যের উপর ভারতের চড়া হারে শুল্ক আরোপ নিয়ে যৌথ সাক্ষাৎকারে মুখ খোলেন মাস্কও। বলেন, ‘গাড়ি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ কর চাপানো হয় ভারতে।’ সেই কথার রেশ ধরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমেরিকার চীনাবাদাম ও অন্য পণ্যের ক্ষেত্রেও শুল্ক খুব বেশি। সেই কারণেই আমি বলেছি, আপনাদের পণ্যেও পাল্টা শুল্ক চাপাব। আপনারা যে হারে কর চাপাচ্ছেন, আমরাও সেই হারে নেব।’ প্রধানমন্ত্রী মোদি আপত্তি তোলেননি? ট্রাম্পের এক রা, ‘আমার সঙ্গে কোনও তর্ক চলবে না।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা