বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ভারতের প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু কেন ২১ মিলিয়ন ডলার অনুদান দেব? আর্থিক সাহায্য বন্ধ করে প্রশ্ন ট্রাম্পের

ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি: গোটা বিশ্বেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা ও ভোটদানে সাধারণ মানুষের মনে উৎসাহ বাড়াতে আর্থিক অনুদান দিত আমেরিকা। ট্রাম্প ক্ষমতাতে ফিরে সেই সমস্ত অনুদান বন্ধ করার কাজ শুরু করে দিয়েছেন। সেই তালিকাতে রয়েছে ভারতও। গতকাল, মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতীয় ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে যে ২১ মিলিয়ান ডলারের আর্থিক সাহায্য করা হতো, তা এখন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তকে সমর্থন জানাই। শুধু ভারতই নয়, গোটা বিশ্বে একাধিক দেশে এই খাতে মার্কিন প্রশাসন খরচ করত প্রায় ৪৮৬ মিলিয়ন ডলার। যা ‘অপব্যয়’ হিসেবেই দেখছেন ট্রাম্প। তাই কয়েকদিন আগেই এলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (DOGE) জানায় এই অনুদান প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। তারপরেই জানানো হয় ভারতের জন্য বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা) আর্থিক সাহায্যও বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ‘কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তাদের অনেক টাকা আছে। আমাদের উপর সর্বোচ্চ শুল্ক চাপানো দেশগুলির মধ্যে একটি ভারত। তাদের শুল্ক অনেক বেশি হওয়ার জেরে আমরা তাদের সঙ্গে সেভাবে বাণিজ্য করতে পারি না। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য ভোটারদের উৎসাহ দিতে আমরা ২১ মিলিয়ন ডলার অনুদান দেব?’ সদ্য মার্কিন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা। গোটা বিষয়টির জন্য  কেন্দ্রের নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই দুষেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা