বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উচ্ছৃঙ্খল জীবন, দেদার পার্টিতেই দেনার পাহাড়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’হাতে টাকা ওড়ানো। দেদার পার্টি। আর বাবার মৃত্যুর পরই একের পর এক সম্পত্তি বিক্রি। লেদার কোম্পানির মালিক দুই ভাই প্রণয় ও প্রসূন দে’র এটাই ছিল ‘লাইফস্টাইল’। বেলাগাম, উচ্ছৃঙ্খল জীবনযাপনের এই অঙ্ক মেলাতে ব্যাঙ্ক ছাড়াও চড়া সুদে বেসরকারি ঋণদানকারী সংস্থা থেকে লোন নেন তাঁরা। ব্যবসাতেও বিপুল টাকা ঢেলেছিলেন। কিন্তু ধস আটকাতে পারেননি। কিংবা সব লাভের গুড়ই ‘ইয়ার-দোস্ত পিঁপড়েরা’ খেয়ে গিয়েছে। কেন এমন ভয়াবহ ঘটনা ঘটালেন? এই প্রশ্নের উত্তরে হাসপাতালে এমনই বয়ান দিয়েছেন দুই ভাই। তাঁদের দাবি, বিপুল ঋণের বোঝার কারণেই এই পথ বেছে নিতে হয়েছে। 
তদন্তকারী অফিসাররা জেনেছেন, কারখানা ছাড়াও শীল লেন এলাকায় দুটি বাড়ি ও দোকান করেছিলেন প্রসূন ও প্রণয়ের বাবা। শান্তিনিকেতনে রেশম চাষের জন্য ১০০ বিঘা জমিও কিনেছিলেন। এছাড়া পুরীতে ছিল বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি। বাবা বেঁচে থাকাকালীন ব্যবসা রমরমিয়ে চলছিল। তদন্তে উঠে আসছে, বাবার মৃত্যুর পর রাতারাতি বিদেশে ব্যবসা বাড়াতে উদ্যোগী হন দুই ভাই। প্রথমদিকে ভালো অর্ডারও এসেছে। দুই ভাই ছাড়া কোম্পনির ডিরেক্টর হিসেবে ছিলেন স্ত্রীরা। নিজেদের পাশাপাশি স্ত্রীদের নামেও বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিতে শুরু করেন দুই ভাই। সেই টাকায় কোটি কোটি টাকার চামড়া কেনেন। শুরু করেন আউটসোর্সিং। কিন্তু আশামতো লাভ হয়নি। মরিয়া হয়ে কোম্পানির টার্নওভার বেশি দেখিয়ে ঋণের পরিমাণ বাড়ান তাঁরা। ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য বসতবাড়িও বন্ধক রাখেন। কিস্তি ঠিকমতো জমা না হওয়ায় ব্যাঙ্ক আর ঋণ দেয়নি। তখন শুরু হয় পার্সোনাল লোন নেওয়া। তারপরও টাকার টান পড়ায় বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে ঋণ ছাড়া গতি ছিল না। অটল সুর রোডেই বাবার করে যাওয়া একটি বাড়ির সাতটি ফ্ল্যাট ও দোকান বিক্রি করে দেন তাঁরা। তার থেকে ৫-৬ কোটি টাকা পেয়েছিলেন বলে পাড়া-প্রতিবেশীরা জানিয়েছেন। কিন্তু সেই টাকাও থাকেনি। কলকাতা থেকে পুরী—বিকিয়ে যায় সব সম্পত্তি। তাতেও অবশ্য ‘লাইফস্টাইল’ বদলায়নি! প্রতি দু’বছরে গাড়ি বদলেছে দে পরিবার। বিদেশ ভ্রমণও চলেছে নিয়ম করে। বাড়ির ইন্টিরিয়র তাক লাগানোর মতো। প্রসূন পার্টি করতে বিভিন্ন জায়গায় যেতেন। বিভিন্ন ক্লাবের মেম্বারশিপও নিয়েছিলেন। এই লাইফস্টাইল ধরে রাখতে কোম্পানির নামে নেওয়া ঋণের টাকাই খরচ হয়ে যায় বলে পুলিস সূত্রে খবর। এদিকে পাওনাদারের সংখ্যা বাড়ছে। কারখানার কর্মীদের বেতন অনিয়মিত। তাঁর বাড়িতে ব্যাঙ্ক সহ অন্য আর্থিক প্রতিষ্ঠানের লোকজন এলেও গেট খুলতেন না তাঁরা। শেষ দু’দিন ৩০ জন পাওনাদার এসেছিল। পুলিসের বক্তব্য, এরপরই চূড়ান্ত পথ বেছে নেওয়ার কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু বাড়ির তিন মেয়েই কেন ‘শিকার’? এই উত্তর কিন্তু অধরা এখনও।
20h 20m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা