বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

খাদ্য সুরক্ষা বিধি শিকেয় তুলে চলছে খাবার বিক্রি, প্রশ্নের মুখে স্বাস্থ্যদপ্তর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কেউ বিক্রি করছেন রুটি-ঘুগনি, কেউ বা মুড়ি। আবার কেউ কেউ কাটা ফলও বিক্রি করেন হাসপাতালে। খাবার বিক্রির ক্ষেত্রে রয়েছে একাধিক সরকারি নিয়ম। কিন্তু, সিংহভাগ ক্ষেত্রে তা মানা হয় না। খোলা আকাশের নীচে ‘আ-ঢাকা’ অবস্থাতেই বিক্রি হচ্ছে দিনের পর দিন। অথচ জেলা স্বাস্থ্যদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ নেই এব্যাপারে। স্বভাবতই প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ওই খাবার খেয়ে মানুষ নতুন করে অসুস্থ হতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। অনেকে কটাক্ষ করে বলছেন গোড়ায় গলদ!
উত্তর ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের পাশেই রয়েছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। যত দিন যাচ্ছে, এখানে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খাবারের দোকানের সংখ্যা। ঠেলাগাড়ি বা অস্থায়ী দোকানঘর বানিয়ে খাবার বিক্রি করছেন ব্যবসায়ীরা। সরকারি নিয়ম অনুযায়ী, ছোট-বড় সব ব্যবসায়ীকেই খাবার বিক্রির জন্য লাইসেন্স বা রেজিস্ট্রেশন করাতে হয়। এর জন্য খরচ ন্যূনতম। কিন্তু বারাসত হাসপাতাল চত্বরে বা আশপাশে যাঁরা এভাবে বিভিন্ন রকমারি খাবার বিক্রি করছেন, তাঁদের কারওরই নথি নেই বলে অভিযোগ। ফলে খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে না। রাস্তার ধারে ধুলোর মধ্যেই ফল কেটে দেদার বিক্রি চলছে। এমনকী, পেট ভর্তি ভাত, রুটি থেকে ফলের রস— কি না, বিক্রি হচ্ছে। কোথাও মানা হয় না বিধি। খোদ স্বাস্থ্যদপ্তরের অফিসের পাশেই যদি এই ঘটনা হয়, তাহলে অন্যত্র পরিস্থিতি কী, তা সহজেই অনুমেয়। বারাসত হাসপাতালে আসা এক রোগীর পরিবারের সদস্য সন্তু মাল বলেন, সব দোকানেই একই পরিস্থিতি। করারও কিছু নেই। তাই বাধ্য হয়েই ওই খাবারই আমাদের খেতে হচ্ছে। খাবার একেবারে নিম্নমানের। যেভাবে খোলা রেখে বিক্রি করা হয়, তাতে মানুষ অসুস্থ হবেই। 
জেলার অন্যান্য সরকারি হাসপাতালগুলির আশপাশের দোকানেও এমন পরিস্থিতি। শুধু তাই নয়, স্ট্রিট ফুড থেকে ফলের দোকান— কোনও ব্যবসায়ীর সেই অর্থে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেই। ফলে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এ নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সমুদ্র সেনগুপ্তকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে, দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মাঝে মধ্যে অভিযান চালানো হয়। প্রশিক্ষণও দেওয়া হয় ব্যবসায়ীদের।  বারাসত জেলা হাসপাতালে এভাবেই খাবার বিক্রি করা হচ্ছে। - নিজস্ব চিত্র
21h 21m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা