বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কৌশলে গ্রাহকদের সুদ লোপাট, স্বীকার পিএফ কর্তৃপক্ষের 

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বছরের পর বছর ধরে লোপাট হয়েছে পিএফ গ্রাহকদের সুদ। কারও অভিযোগ নয়, খোদ পিএফ কর্তৃপক্ষ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও স্বীকার করে নিয়েছে এই ‘তেতো সত্যি’। সেই সঙ্গে এবার থেকে তারা ওই টাকা দেবে বলে আশ্বাস দিয়েছে। তার জন্য বদল আনা হবে সফ্টওয়্যারে। গ্রাহকদের প্রাপ্য সুদ মেটাতে গড়ে ‘বাড়তি’ ১৩৮ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছে তারা। আগামী দিনে যাঁরা টাকা তুলবেন, তাঁরা হকের সুদ পাবেন। তবে যাঁরা এতদিন এই টাকা পাননি, তাঁরা তা পাবেন বলে কোনও আশ্বাস দেওয়া হয়নি।
কীভাবে হকের সুদ গায়েব করছে পিএফ কর্তৃপক্ষ? সংশ্লিষ্ট মহলের মতে, মূলত দু’ভাবে বঞ্চিত হচ্ছেন সাধারণ পিএফ গ্রাহক। প্রথমত, যাঁরা মাসের ১ থেকে ২৪ তারিখের মধ্যে পিএফ থেকে থোক টাকা তোলেন বা ‘ফাইনাল সেটেলমেন্ট’ করেন, তাঁদের আগের মাস পর্যন্ত সুদ মেলে। যদি ‘সেটেলমেন্ট’ কোনও মাসের ২৫ তারিখ থেকে শেষ তারিখের মধ্যে হয়, তাহলে ওই ক্লেম সেই মাসে ‘প্রসেস’ হয় না। তা হয় পরের মাসের শুরুতে (প্রতি মাসে গড়ে ৫৭ হাজার অ্যাকাউন্টের প্রসেসিং পরের মাসে নিয়ে যাওয়া হয়)। সেক্ষেত্রে পুরো মাসের সুদ মেলে। এভাবে গ্রাহক কত টাকা কম পান? দপ্তরের এক কর্তার কথায়, ‘ধরা যাক, কেউ ২০ লক্ষ টাকা তুলবেন। যদি ৮.২৫ শতাংশ হারে সুদের হিসেব কষা হয় (শেষ ঘোষিত সুদের হার ৮.২৫ শতাংশ), তাহলে ২৪ দিনের জন্য সুদ পাওনা হয় প্রায় ১১ হাজার টাকা। তা এতদিন পাননি গ্রাহক।’ দ্বিতীয়ত, কোনও একটি অর্থবর্ষে সুদের হার কত, তা ওই বছরের শুরুতে জানা যায় না। শেষে এসে তা ঘোষণা হয়। যেমন, ২০২৪-২৫ অর্থবর্ষে সুদের হার কত হবে, তা জানা যাবে চলতি ফেব্রুয়ারির শেষে। যদি কোনও গ্রাহক সুদের নয়া হার ঘোষণার আগেই থোক টাকা তুলে নিতে চান, তাহলে তিনি সর্বশেষ ঘোষিত সুদের হার অনুযায়ী টাকা পাবেন। কেউ  ২০২৫ সালের জানুয়ারিতে অবসর নিয়েছেন। তিনি যে টাকা জমিয়েছেন, তার উপর ঘোষিত ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়েছে। ওই সুদের হার ঘোষিত হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য। ধরা যাক, চলতি অর্থবর্ষের জন্য সুদের হার ঘোষিত হল ৮.৫ শতাংশ হারে। তাহলে ওই ব্যক্তির গত এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত আরও ০.২৫ (৮.৫%-৮.২৫%) শতাংশ হারে বাড়তি সুদ প্রাপ্য। কিন্তু তা তিনি পান না। 
ইপিএফও’র কেন্দ্রীয় অছি পরিষদের শেষতম বৈঠকে এই দুই ধরনের বঞ্চনাই স্বীকার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, এবার থেকে ‘ফাইনাল সেটেলমেন্ট’-এর দিন পর্যন্তই সুদ দেওয়া হবে। তাই সফ্টওয়্যারের পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন পরিষদের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। দ্বিতীয় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পিএফ কমিশনার জানিয়েছেন, ‘সাইটস’ প্রকল্প চালু হলে গ্রাহকের অ্যাকাউন্ট ‘আপডেট’ হয়ে যাবে। তখন বকেয়া সুদ মিলবে। এহেন সুদ-বঞ্চনা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য শিওপ্রসাদ তেওয়ারি। তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়েছে পরিষদ। প্রযুক্তিতে বদল আনা হচ্ছে। যে সুদ বকেয়া হবে, তা গ্রাহকের অ্যাকাউন্টে পরবর্তীকালে সরাসরি চলে যাবে বলে জানানো হয়েছে।’
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা