বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সন্ত্রাসবাদ: ঢাকাকে বার্তা জয়শঙ্করের

নয়াদিল্লি: পালাবদলের সুযোগ নিয়ে বাংলাদেশে ঘাঁটি গড়তে তৎপর বিভিন্ন জঙ্গি সংগঠন। একাধিক স্থানে সরাসরি আইএসের পতাকাও উড়তে দেখা গিয়েছে। তলে তলে সলতে পাকাচ্ছে আরও অনেক জঙ্গিগোষ্ঠী। এই প্রবণতায় উদ্বিগ্ন প্রতিবেশী ভারত। মাসকটে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা তৌহিদ হোসেনকে ইতিমধ্যেই তা স্পষ্টভাষায় বুঝিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউনুস সরকারের পরামর্শদাতাকে তিনি সাফ জানিয়েছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে জঙ্গিরা যেন কোনওভাবেই মাথাচাড়া দিতে 
না পারে।
ওই বৈঠকে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) নিয়েও কথা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে। হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের দায়িত্ব নিয়েই সার্ককে সক্রিয় করতে উঠেপড়ে লেগেছেন মহম্মদ ইউনুস। জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও তা নিয়ে আলোচনা করেছেন তৌহিদ। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানকে নিশানা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, দক্ষিণ এ‌঩শিয়ার সকলেই জানে কোন দেশের, কী ধরনের কাজকর্মের জন্য সার্কের অগ্রগতি আটকে রয়েছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, সবার আগে পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া এবং ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে। এদিকে, দক্ষিণ আফ্রিকায় জি ২০ বিদেশমন্ত্রীদের বৈঠকের যোগ দিয়ে জোহনেসবার্গ পৌঁছেছেন জয়শঙ্কর। সেখানে নাম না করে চীনকে নিশানা করেছেন তিনি। বিদেশমন্ত্রীর বার্তা, বহুত্ববাদকে এগিয়ে নিয়ে যেতে হলে দাদাগিরি চলবে না। গুটিকয় দেশের স্বার্থ সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক এজেন্ডা কাটছাঁট করা উচিত নয়। পাশাপাশি, জি ২০-তে বিদেশ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে চীনের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জয়শঙ্কর।
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা