বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আমাকে হাল্কাভাবে নেবেন না: সিন্ধে

মুম্বই: মুখ্যমন্ত্রীর কুর্সি ঘিরে টানাপোড়েন চলছেই। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে মহারাষ্ট্রের শাসক জোট মহাযুতির অন্দরের ঠান্ডা লড়াই। এই আবহে শুক্রবার জল্পনা আরও বাড়ালেন উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। বললেন, ‘আগেও বলেছি, আবার বলছি, আমাকে হাল্কাভাবে নেবেন না। আমি একজন সাধারণ পার্টিকর্মী। তবে এও ভুলে গেলে চলবে না যে, বালাসাহেবের সৈনিক আমি।’ খুনের হুমকির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন সিন্ধে। যদিও এর মধ্যে দিয়ে তিনি আসলে বিজেপিকেই ‘বার্তা’ দিলেন বলে মত রাজনৈতিক মহলের।    
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সিন্ধের বনিবনা হচ্ছে না বলে আগেই শোনা গিয়েছিল। শুধু ক্যাবিনেট বৈঠকই নয়, গত কয়েকদিনে তিনটি সরকারি অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি। সেই সমস্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফড়নবিশ। মারাঠা অস্মিতার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ছত্রপতি শিবাজি আবেগ। সম্প্রতি থানের বদলাপুরে তাঁর একটি মূর্তির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক আগ্রা ফোর্টে শিবাজির জন্মবার্ষিকী উৎসবেও উপস্থিত ছিলেন তিনি। দুই অনুষ্ঠানেই আমন্ত্রিতদের মধ্যে উপ মুখ্যমন্ত্রীর নাম থাকলেও তা এড়িয়ে যান সিন্ধে। এছাড়া আম্বেগাঁও বুদরুকে শিবস্রুস্থি থিমপার্কের দ্বিতীয় দফার প্রকল্পের উদ্বোধন করেন ফড়নবিশ। সেখানেও গরহাজির ছিলেন সিন্ধে।
গত ডিসেম্বরে মহারাষ্ট্রে জোট সরকার গঠন হলেও শরিক বিজেপির সঙ্গে সিন্ধেপন্থী শিবসেনার কাজিয়া লেগেই আছে। এর আগে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকেও যাননি উপ মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়ানোর বিষয়টি এখনও মন থেকে মেনে নিতে পারেননি সিন্ধে। পছন্দের স্বরাষ্ট্র দপ্তরও বিজেপি তাঁকে ছাড়েনি। যা নিয়ে এমনিতেই চটে ছিলেন শিবসেনা প্রধান। এর মধ্যে সরকার তাঁর দলের কয়েকজন বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করায় আরও চটেছেন উপ মুখ্যমন্ত্রী।
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা