বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ওড়িশা ম্যাচের আগে ফুটবলারদের চাপমুক্ত রাখাই লক্ষ্য কোচ মোলিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪’এর ১৫ এপ্রিল। যুবভারতীতে মুম্বই সিটিকে হারিয়ে প্রথম আইএসএল লিগ-শিল্ড জয়ের স্বাদ পেয়েছিল মোহন বাগান। বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে সবুজ-মেরুন ব্রিগেড। আগামী রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসি’কে হারাতে পারলে দু’টি ম্যাচ বাকি থাকতেই প্রথম দল হিসেবে ‘ব্যাক টু ব্যাক’ লিগ-শিল্ড জয়ের নজির গড়বেন দিমিত্রি পেত্রাতোসরা। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ ক্রমশ পড়ছে। তবে সেই আঁচ ফুটবলারদের উপর পড়তে দিতে নারাজ কোচ হোসে মোলিনা। অনুশীলনে নির্ধারিত সময়ের বহু আগেই মাঠে চলে আসছেন বাগানের স্প্যানিশ কোচ। কথা বলছেন ফুটবলারদের সঙ্গে। লিস্টন, কামিংসের জন্য তাঁর সাফ বার্তা, লিগ-শিল্ডের কথা ভুলে স্রেফ জয়ের কথা মাথায় রেখেই ওড়িশার বিরুদ্ধে মাঠে নামতে হবে। লক্ষ্য একটাই, ঘরের মাঠে লোবেরা-ব্রিগেডকে হারিয়ে আইএসএলে প্রথম দল হিসেবে ৫০ পয়েন্টের গণ্ডি অতিক্রম করা। 
কেরলের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মনবীর সিং। মঙ্গলবারের পর বুধবারও সাইডলাইনের ধারে গা ঘামালেন তিনি। ওড়িশার বিরুদ্ধে আদৌ তাঁকে খেলানো হবে কিনা, তা শনিবার অনুশীলনের পরই ঠিক করবেন মোলিনা। চোটের কারণে এই ম্যাচেও নেই সালাহ আব্দুল সামাদ। তবে কার্ড সমস্যা কাটিয়ে গ্রেগ স্টুয়ার্টের দলে ফেরাটা অবশ্যই স্বস্তিতে রাখছে কোচ মোলিনাকে। এছাড়া পুরোদমে অনুশীলন করলেন অনিরুদ্ধ থাপা ও আশিস রাই। ওড়িশার বিরুদ্ধে দু’জনেই প্রথম একাদশে ফিরতে পারেন। বিশেষত কেরল ম্যাচে রাইট উইং-ব্যাক ও ডিফেন্সিভ ব্লকার পজিশনে কিছুটা ভুগতে হয়েছিল মোহন বাগানকে। তাই হুগো বোমাস-ডিয়েগো মরিসিওদের বিরুদ্ধে এই দুই জায়গায় বাড়তি নজর দিচ্ছেন কোচ মোলিনা।
ওড়িশার বিরুদ্ধে প্রথম লেগে ভুবনেশ্বরে ১-১ গোলে ড্র করেছিল মোহন বাগান। সেই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও মনবীর সিংয়ের গোলে হার বাঁচায় সবুজ-মেরুন ব্রিগেড। তবে ঘরের মাঠে শুরুতেই গোল তুলে নিতে অনুশীলনে আক্রমণে বাড়তি জোর দিচ্ছেন বাগান কোচ। এদিনও সিচুয়েশন প্র্যাকটিসে সেই ছবি ধরা পড়ল। একইসঙ্গে অ্যাটাক বনাম ডিফেন্সের ডুয়েলে বারবার অ্যালড্রেড-আলবার্তোদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ম্যাকলারেনরা। সব মিলিয়ে ওড়িশা ম্যাচের আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ বাগান কোচ।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা