বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ইয়ং-লাথামের সেঞ্চুরি,  জয়ী কিউয়িরা,  হেরে চাপে পাকিস্তান

করাচি: ঘরের মাঠের চাপ নিতে পারল না পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই মুখ থুবড়ে পড়ল মহম্মদ রিজওয়ান বাহিনী। বুধবার ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজক দেশকে ৬০ রানে হারাল নিউজিল্যান্ড। ৩২১ রানের টার্গেট তাড়া করে পাকিস্তানের সংগ্রহ ২৬০। এই পরাজয়ের ফলে সেমি-ফাইনালে ওঠার পথ কঠিন হল সবুজ জার্সিধারীদের। বাকি দু’টি ম্যাচেই এখন জেতা জরুরি তাদের। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে মর্যাদার ম্যাচের গুরুত্ব তাই অপরিসীম। 
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৩২০ তুলেছিল কিউয়িরা। ওপেনার উইল ইয়ং ১১৩ বলে উপহার দেন ১০৭ রানের ইনিংস। তিনি মারেন ১২টি চার ও একটি ছক্কা। টম লাথামের ১১৮ অবশ্য তুলনায় বেশি আক্রমণাত্মক। বাঁ-হাতির ১০৪ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও দশটি বাউন্ডারি। একসময় অবশ্য ৭৩ রানে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। ড্রেসিং-রুমে ফিরে গিয়েছিলেন ডেভন কনওয়ে (১০), কেন উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেল (১০)। সেই পরিস্থিতিতে লাথামের সঙ্গে ইয়ং যোগ করেন ১১৮ রান। তারপর পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসের সঙ্গে লাথামের ১২৫ রানের জুটিই তিনশোর ওপারে নিয়ে যায় দলের স্কোর (৩২০-৫)। ৩৯ বলে ঝোড়ো ৬১ করেন ফিলিপস। পাকিস্তানের নাসিম শাহ (২-৬৩), হ্যারিস রউফরা (২-৮৩) উইকেট নিলেও রান আটকাতে পারেননি। শেষ দশ ওভারে নিউজিল্যান্ড তোলে ১১৩ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই গুটিয়ে ছিল পাকিস্তান। দশ ওভারের শেষে তাদের রান ছিল ২২-২। প্রথম ২৫ ওভারে বাবর আজমরা ১০৪টি ডট বল খেলেন। তায়েব তাহির (১), অধিনায়ক রিজওয়ান (৩), সাউদ শকিলরা (৬) দুই অঙ্কের রানে পৌঁছননি। ওপেন করতে নেমে বাবর আজম করেন ৬০। তবে তিনি ৯০ বল খেলেন। সলমান আঘা (৪২), ফখর জামানরা (২৪) কেউই বড় রান পাননি। শেষের দিকে ঝোড়ো ৬৯ করেন খুশদিল শাহ। কিউয়ি বোলারদের মধ্যে সফল উইল ও’রৌরকি (৩-৪৭)), স্যান্টনার (৩-৬৬)।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা