বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

দ্রুত সুস্থ হবেন ক্লেটন, আশায় ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পায়ে সাদা স্নিকার্স। যুবভারতীর প্র্যাকটিস মাঠ ঘিরে চক্কর কাটছিলেন ক্লেটন সিলভা। অনুশীলনে নামবেন কবে? ব্রাজিলিয়ান ফুটবলারের জবাব, ‘আরও দু’দিন বিশ্রামের পর সিদ্ধান্ত।’ চলতি মরশুমে পিঠের চোটে কাবু তিনি। এএফসি কাপের কথা মাথায় রেখে ক্লেটনকে দ্রুত ফিট করতে মরিয়া ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক চললে শীঘ্রই রিহ্যাব শুরু করবেন তিনি। উল্লেখ্য, আগামী ৫ মার্চ ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আর্কদাগ এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগে কিছু করে দেখাতে  মরিয়া কোচ অস্কার ব্রুজোঁ। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘ভালোভাবেই মরশুম শেষ করতে চাই।’
চলতি আইএসএলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। সুপার সিক্সে ওঠার আশা ক্ষীণ। তবু শেষ চেষ্টা করতে চান সাউলদের হেডস্যার। শনিবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। ঘরের মাঠে দু’গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান বিষ্ণুরা। ৪-২ গোলে জয় অস্কার জমানার অন্যতম সেরা। এবার প্রতিপক্ষের ডেরাতেও পুরো পয়েন্টই তাঁর টার্গেট। জিতলে পয়েন্টের বিচারে কেরল ব্লাস্টার্স, চেন্নাইয়ান এমনকী পাঞ্জাবকেও ছুঁয়ে ফেলবে মশালবাহিনী। সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সাউল ক্রেসপো। স্প্যানিশ মিডিও অনেকটাই ফিট। মিনি ডার্বিতে জাল কাঁপিয়ে চনমনে। তাঁর মন্তব্য, ‘পাঞ্জাব ম্যাচ আমাদের কাছে ফাইনাল। সেরাটা উজাড় করে দিতে হবে।’
বৃহস্পতিবার জিকসন সিং আর হেক্টর ইউস্তেও অনুশীলন করেন। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরবেন লালচুংনুঙ্গা। সেক্ষেত্রে রক্ষণে বিকল্প বাড়বে অস্কারের। স্প্যানিশ স্টপার ইউস্তে খেললে আনোয়ারকে মাঝমাঠেও ব্যবহার করতে পারেন ব্রুজোঁ। তবে ভেনেজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিস ফিট নন। এদিনও তিনি আর নন্দকুমার স্রেফ রিহ্যাব করেন। তবে থিঙ্কট্যাঙ্ক আশাবাদী, ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে স্কোয়াডে ফিরবেন সেলিস। শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন সেরে পাঞ্জাব ম্যাচ খেলতে দিল্লি উড়ে যাবে ইস্ট বেঙ্গল।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা