বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সেলটিকের বাধা টপকাল বায়ার্ন

মিউনিখ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে হার বাঁচাল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার অ্যালায়েঞ্জ এরিনায় সেলটিকের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেও সংযোজিত সময়ে আলফোন্সো ডেভিডের লক্ষ্যভেদে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। একইসঙ্গে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে তারা। উল্লেখ্য, প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে সেলটিককে ২-১ গোলে পরাস্ত করেছিল বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে প্রি কোয়ার্টার-ফাইনালে জায়গা পাকা করল ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। ম্যাচে ৬৩ মিনিটে নিকোলাস কুনের গোলে এগিয়ে যায় সেলটিক। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে ব্যর্থ ব্রেন্ডন রজার্সের ছেলেরা।
প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্নের কাছে হারলেও, ফুটবলমহলের প্রশংসা কুড়িয়েছিল সেলটিক। মঙ্গলবার অবশ্য অনেক বেশি সংঘবদ্ধ দেখায় তাদের। প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে তারা। পাশাপাশি হ্যারি কেনের শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে অবশ্য বায়ার্ন ডিফেন্ডার কিম-মিন জায়ের ভুল কাজে লাগিয়ে স্কটল্যান্ডের ক্লাবটিকে এগিয়ে দেন কুন (১-০)। এরপর ম্যাচে লড়াইয়ে ফিরতে মরিয়া প্রয়াস চালায় বায়ার্ন। ৯০ মিনিট পর্যন্ত সেলটিক এগিয়ে থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে গড়াতে থাকে। তবে সংযোজিত সময়ে লিয়ন গোরেৎস্কার হেড প্রথম প্রচেষ্টায় রুখে দেন সেলটিক গোলরক্ষক। ফিরতি বল জালে জরিয়ে বায়ার্নের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন আলফান্সো ডেভিড (১-১)।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে অঘটন ঘটাল ফেয়েনুর্ড। মঙ্গলবার সান সিরোয় এসি মিলানকে রুখে দিয়ে ১৯৭৪ সালের পর ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল তারা। প্লে-অফের লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছল ডাচ ক্লাবটি। এদিন ঘরের মাঠে শুরুটা দারুণ করেছিল এসি মিলান। ম্যাচের প্রথম মিনিটেই প্রাক্তন দলের বিরুদ্ধে জাল কাঁপান সান্তিয়াগো গিমেনেজ। তবে ৭৩ মিনিটে জুলিয়ান কারাঞ্জার গোলে সমতায় ফেরে ফেয়েনুর্ড।
অপর ম্যাচে আটালান্টাকে ৩-১ গোলে হারাল ক্লাব ব্রাগ। সেই সুবাদে দু’লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতল বেলজিয়ান ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল বেনফিকা। মঙ্গলবার ঘরের মাঠে মোনাকোর বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল তারা। তবে প্রথম লেগে জয়ের সুবাদে ৪-৩ ব্যবধানে প্রি কোয়ার্টার-ফাইনালে পৌঁছল তারা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা