বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

২৬/১১ চক্রীকে প্রত্যর্পণ, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্তের ভার ভারতকেই, মোদি-ট্রাম্পের নিশানায় পাক সন্ত্রাস

ওয়াশিংটন: সীমান্তের ওপারে প্রশিক্ষণ নিয়ে ভারতে নাশকতা চালাচ্ছে জঙ্গিরা। আর তাতে প্রত্যক্ষ মদত জোগাচ্ছে পাকিস্তান—এই অভিযোগ দীর্ঘদিনের। নয়াদিল্লি একাধিকবার এব্যাপারে হাতেগরম প্রমাণ হাজির করেছে গোটা বিশ্বের সামনে। কিন্তু কোনওদিনই তা স্বীকার করেনি ইসলামাবাদ। কিন্তু এবার আল কায়েদা, জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবার নাম করে পাকিস্তানকে একযোগে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের সাফ ইঙ্গিত, পাকিস্তানের মাটি থেকে জঙ্গিদের ঘাঁটি গোটাতে হবে। ফলে প্রবল অস্বস্তিতে ইসলামাবাদ। পাকিস্তানি বিদেশ মন্ত্রকের মুখপাত্র অবশ্য অভিযোগ করেছেন, যেভাবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে, তা একপাক্ষিক, বিভ্রান্তিকর ও কূটনৈতিক নিয়মের পরিপন্থী। এ ধরনের মন্তব্যে আমরা বিস্মিত।
বৃহস্পতিবার (ভারতীয় সময়ে শুক্রবার) ওয়াশিংটনে বৈঠকের পর দুই রাষ্ট্রনায়ক যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে মোদি-ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সন্ত্রাসবাদ দমনে দায়িত্ব নিতে হবে পাকিস্তানকে। ভবিষ্যতে তাদের মাটি ব্যবহার করে যাতে প্রতিবেশী দেশে জঙ্গি হামলা না চলে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।’ এদিন হোয়াইট হাউসের ইস্ট রুমে দাঁড়িয়ে দু’জনে একসুরে জানান, ২৬/১১ মুম্বই হামলা বা ২০২১ সালে আফগানিস্তানে অ্যাবি গেট বিস্ফোরণের মতো ঘটনা এড়াতে আল-কায়েদা, আইএস, জয়েশ-লস্করের মতো জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে। ২৬/১১ মুম্বই এবং পাঠানকোট হামলায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ‘ভেরি ইভিল পিপল’ উল্লেখ করেন ট্রাম্প। আরও বলেন, ‘বিচারের মুখোমুখি হওয়ার জন্য আমরা ওঁকে দ্রুত ভারতে ফেরত পাঠাচ্ছি।’ এই সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মোদি।
শেখ হাসিনা পরবর্তী অশান্ত বাংলাদেশ নিয়ে ট্রাম্প কী পদক্ষেপ নেন, এদিন  সেদিকেও নজর ছিল সকলের। সম্প্রতি অভিযোগ ওঠে, হাসিনা সরকারকে উত্খাতের জন্য গোপনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছিল আমেরিকা। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিধাহীন গলায় বলেছেন, ‘বাংলাদেশ সঙ্কটে আমাদের কোনও গোপন ভূমিকা নেই। এব্যাপারে আমেরিকা কোনওভাবে নাক গলাবে না।’ বরং ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছেন ভারতকে। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই বাংলাদেশের সমস্যা মেটানোর বিষয়টি তাঁর উপরেই ছাড়তে চাই।’ এমনকী ভারত ও চীনের সীমান্ত সমস্যা মেটাতেও মধ্যস্থতা করতে রাজি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টি দ্বিপাক্ষিকভাবেই মেটাতে চায় ভারত।
ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা সফরে মোদি। দুই রাষ্ট্রনেতার ‘সুসম্পর্কে’র কথা সুবিদিত। কিন্তু সম্প্রতি অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো এবং কর সংক্রান্ত বিতর্কের পর দু’জনের বৈঠকের দিকে নজর ছিল সকলের। বিতর্কের সমাধান অবশ্য হয়নি। তবে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি এবং পাকিস্তান-বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মনোভাব মোদিকে আশ্বস্ত করবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা