বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

পয়া মাঠে কেরল ব্যারিকেড টপকাতে তৈরি মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম হোসে মোলিনার পয়া মাঠ। ন’বছর আগে এখানেই কেরল ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএল ট্রফি ঘরে তোলেন হিউম, পোস্তিগারা। শনিবার সন্ধ্যায় সেখানেই আরও একটা যুদ্ধে নামছেন স্প্যানিশ কোচ। জিতলে প্রায় মুঠোয় আইএসএলের লিগ-শিল্ড। ট্রফির গন্ধ পাওয়া লিস্টনরা তাই কেরল ব্যারিকেড টপকাতে বদ্ধপরিকর। হোসে মোলিনার মন্তব্য, ‘ট্রফি আমাদের হাতে আসবে না। বরং  ট্রফির দিকে দলকে এগতে হবে।’ কোচের সঙ্গেই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন আশিক কুরুনিয়ান। ঘরের মাঠে চেনা পরিবেশে উজাড় করে দিতে চান তিনি। আশিকের মন্তব্য, ‘সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে।’
চলতি আইএসএলে টানা আটটি ম্যাচে অপরাজিত মোহন বাগান। ধারাবাহিকতায় অনেক এগিয়ে মোলিনা ব্রিগেড। তবে সারা দেশে অশ্বমেধের ঘোড়া ছোটালেও দক্ষিণে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েছেন মনবীররা। গার্ডেন সিটিতে বেঙ্গালুরু এফসি’র কাছে হারতে হয় মোহন বাগানকে। আওয়েন কোয়েলের চেন্নাইয়ানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। কোচিতে কি হবে? বিশেষজ্ঞদের ধারণা, ছন্দে থাকলে কামিংসদের রোখা মুশকিল। এই ধরনের ম্যাচে দ্রুত লক্ষ্যভেদ জরুরি। তা বুঝেই আক্রমণাত্মক ফর্মেশন থেকে সরতে নারাজ মোহন বাগান কোচ। কেরল দুর্গে ফাটল ধরাতে ডেড বল মুভমেন্টেও বাড়তি জোর দিচ্ছেন। চলতি মরশুমে বারবার মোহন বাগান ডিফেন্ডাররা লক্ষ্যভেদ করেছেন। শুভাশিস, আলবার্তো আর আলড্রেডের মিলিত গোলসংখ্যা ১২। ফ্রি-কিক বা কর্নারের সময় নিঃশব্দে বিপক্ষ বক্সে হামলা চালান তাঁরা। যুবভারতীতে কেরলের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচেও শেষ মুহূর্তে গোলার মতো শটে নাটকীয় জয় এনে দেন আলবার্তো। কোচিতে অ্যাকশন রিপ্লে দেখা গেলে থিঙ্কট্যাঙ্কের চিন্তা কমবে। 
৪-২-৩-১ ফর্মেশন মোলিনার পছন্দের।  চোট ও কার্ড সমস্যায় শনিবার সাহাল, অনিরুদ্ধ থাপা, আশিস রাই আর গ্রেগ স্টুয়ার্ট নেই। মাঝমাঠ নিয়ে বেশ বিব্রত টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে কিছু ফাইন টিউনিং হচ্ছে। রক্ষণে আলবার্তো, আলড্রেড, শুভাশিসের সঙ্গী হবেন দীপ্যেন্দু। ডিফেন্সের উপরে আপুইয়া আর দীপক টাংরির ডিফেন্সিভ স্ক্রিন। দুই উইং হাফ মনবীর ও লিস্টন ছাড়াও অপারেট করবেন কামিংস। পিরামিডের চূড়ার একেবারে সামনে বক্স স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। পাঞ্জাবের বিরুদ্ধে জোড়া গোলের পর বেশ চনমনে অজি বিশ্বকাপার। আলাদা করে বলতেই হয় জেসন কামিংসের কথা। বাঁ পায়ে সোনা ফলাচ্ছেন অজি তারকা। উইথড্রন ফরোয়ার্ডের ভূমিকায় অনবদ্য তিনি। 
চলতি টুর্নামেন্টে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট মোহন বাগানের। ৭ পয়েন্ট পিছিয়ে মানোলো মার্কুয়েজের প্রশিক্ষণাধীন গোয়া। অর্থাৎ পরের দু’টি ম্যাচ জিতলেই কেল্লা ফতে। সেক্ষেত্রে যুবভারতীতে মোহন বাগান বনাম গোয়া ম্যাচ কার্যত নিয়মরক্ষায় হয়ে দাঁড়াবে। অন্যদিকে, ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট কেরলের। সুপার সিক্সের আশা খুবই ক্ষীণ। চোটের কারণে বড় ভরসা নোয়া সাদিউ নেই। তবে গিমিনেজ, লুনা, পেফরাদের নিয়ে ঝাঁকুনি দিতে চায় দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটি।
 কোচিতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা