বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

লিগে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দল নামাল না ডায়মন্ডহারবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঠে নামল ইস্ট বেঙ্গল। অনুপস্থিত ডায়মন্ডহারবার এফসি। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি’র ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষিত হয়। ম্যাচ কমিশনার সুব্রত দাসের মন্তব্য, ‘নির্দিষ্ট সময় অপেক্ষার পর মাঠ ছাড়েন রেফারি। আমাদের রিপোর্ট দ্রুত পাঠিয়ে দেওয়া হবে।’ আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, ‘ম্যাচ কমিশনারের রিপোর্ট পেলে দ্রুত লিগ কমিটির বৈঠক ডাকা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত।’ অন্যদিকে, আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনায় ডায়মন্ড কর্তারা। সবমিলিয়ে জটিলতা তুঙ্গে। উল্লেখ্য, চলতি লিগে এখনও অপরাজিত বিনো জর্জের দল। গ্রুপ পর্বের ডার্বিতে মোহন বাগানকে হারান বিষ্ণুরা।
গত মরশুমে দুর্গাপুজোর আগেই ঘরোয়া লিগ শেষ করতে বদ্ধপরিকর ছিল আইএফএ। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি। চ্যাম্পিয়নশিপের দৌড়ে ইস্ট বেঙ্গলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে কিবু ভিকুনার দল। অর্থাৎ লাল-হলুদ ব্রিগেডকে হারাতে পারলে ডায়মন্ডের লিগ জয় প্রায় নিশ্চিত ছিল। সেক্ষেত্রে সুপার সিক্সে এই দুই দলের সাক্ষাতের অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। বেশ কয়েকবার তারিখ পিছলেও বল গড়ায়নি। 
 এদিকে, এএফসি কাপে আগামী ৫ ও ১২ মার্চ তুর্কমেনিস্তানের আর্কডগ এফসি’র বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল। আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে। পাশাপাশি ৮ মার্চ আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে অস্কার ব্রিগেডের। এই ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য এফএসডিএলকে আবেদন করে ইস্ট বেঙ্গল। তবে লাল-হলুদের অনুরোধে সাড়া দিল না তারা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা