বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

জয়ী বায়ার্ন, এসি মিলানকে হারাল ফেয়েনুর্ড

গ্লাসগো: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে কঠিন চ্যালেঞ্জ ছু঩ড়ে দিল সেলটিক। ঘরের মাঠে দু’গোলে পিছিয়ে পড়েও দারুণ লড়াই মেলে ধরে স্কটল্যান্ডের ক্লাবটি। তবে ভাগ্য সহায় না থাকায় খালি হাতেই মাঠ ছাড়তে হল ব্রেন্ডন রজার্সের ছেলেদের। অ্যাওয়ে ম্যাচে ২-১ ব্যবধানে জিতে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোর পথে এক পা বাড়িয়ে রাখল বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির হয়ে ম্যাচে জাল কাঁপান মাইকেল ওলিসে ও হ্যারি কেন। সেলটিকের একমাত্র গোলটি ডিয়াজেন মায়েদার। উল্লেখ্য, ম্যাচের প্রথম মিনিটেই বক্সের বাইরে থেকে দুরন্ত শটে বায়ার্নের জালে বল জড়িয়েছিলেন নিকোলাস কুন। অফ-সাইডের কারণে তা বাতিল করা হয়। মূলত বক্সের মধ্যে উপস্থিত অ্যাডাম ইডার জন্য বলের লাইনে পৌঁছতে পারেননি বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। তাই ভারের সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি।
দিনের অপর ম্যাচে এসি মিলানকে হারিয়ে চমক দিল ফেয়েনুর্ড। ঘরের মাঠে তৃতীয় মিনিটেই ইগর পাইসোওর গোলে লিড নেয় ডাচ ক্লাবটি। এরপর একাধিক সুযোগ পেয়েও ম্যাচে সমতায় ফিরতে ব্যর্থ এসি মিলান। উল্লেখ্য, আগামী মঙ্গলবার ফিরতি পর্বে সান সিরোয় ফের মুখোমুখি হবে দু’দল। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হলে ঘরের মাঠে জয় ছাড়া কোনও বিকল্প নেই মিলানের ক্লাবটির সামনে।
অ্যাওয়ে ম্যাচে মোনাকোকে হারাল বেনফিকা। ৪৮ মিনিটে ভানজেলিস পাবলিডিসের গোলে জিতে প্রি কোয়ার্টার ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল পর্তুগিজ দলটি। চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল ক্লাব ব্রাগ। ঘরের মাঠে আটালান্টাকে ২-১ গোলে হারাল তারা। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন ফেরান জুটগ্লা ও গুস্তাফ নিলসন। আটালান্টার হয়ে ব্যবধান কমান মারিও পালিসিচ।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা