বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপে গম্ভীর! কড়া নির্দেশ বিসিসিআই-এর

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি: ভারতীয় ক্রিকেট শিবিরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিসিসিআই-এর কড়া নিয়মের ডঙ্কার। এবার সেই নিয়মের কোপে কোচ গৌতম গম্ভীরও! একাধিক রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বিদেশ সফরের সময় দলের জন্য একাধিক নিয়ম চালু করছে বোর্ড। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, দলের এক কোচিং স্টাফের ব্যক্তিগত সহকারীকে খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকা বা একই গাড়িতে সফর করতে দিতে রাজি না বিসিসিআই। দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি অস্ট্রেলিয়া সফরে নিয়মিত ভাবে টিম হোটেলে থাকতেন, এমনকী একাধিক গুরুত্বপূর্ণ টিম মিটিংয়েও উপস্থিত ছিলেন। যা নজরে আসতেই চটেছে বোর্ড।
যদিও সরাসরি ভাবে গম্ভীরের নাম প্রকাশ করা হয়নি। কিন্তু বিশেষ বিষয় হল, একমাত্র গৌতম গম্ভীরেরই ব্যক্তিগত সহকারী গত কয়েকমাসে দলের সঙ্গে সফর করেছেন। ফলে বোর্ডের ইঙ্গিত যে গোতির দিকেই, তা সহজেই অনুমেয়।
আপাতত, বিসিসিআই-এর ‘দশদফা’ নিয়মের আওতায়, কোনও ক্রিকেটার বিদেশ সফরে তাঁর পরিবারের কাউকে নিয়ে একই হোটেলে থাকতে পারবেন না। ফলে খেলোয়াড়দের ভ্রমণ সঙ্গীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। গত কয়েকটি বিদেশ সফরে, আইসিসি ইভেন্টে অনেক শীর্ষ ক্রিকেটার তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন কিন্তু এখন থেকে আর তা হবে না। খেলোয়াড়দের থাকতে হবে কড়া নিয়মের মধ্যেই।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা