বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

টিম ইন্ডিয়াই ফেভারিট, বলছেন হরভজন সিং

নয়াদিল্লি: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। ফলে রোহিত শর্মা বাহিনীর বোলিং আক্রমণের তীক্ষ্ণতা কমছে। তবুও টিম ইন্ডিয়াকে অন্যতম ফেভারিট মানছেন প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং। নিজের ইউ টিউব চ্যানেলে ভাজ্জি বলেছেন, ‘ভারতীয় দলে অভিজ্ঞ বোলারের সংখ্যা কম নয়। মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিংরা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই ভারতকেই ফেভারিট মানছি। তবে সাফল্য পাওয়ার জন্য সেরা ক্রিকেট মেলে ধরতে হবে।’ সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। সেই আত্মবিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঙ্গী হবে রোহিতদের। হরভজনের কথায়, ‘ভারতীয় দলে দক্ষ ক্রিকেটারের অভাব নেই। রোহিত শর্মা ফর্মে ফিরেছে। বিরাটও রান পেয়েছে। শুভমান গিল, শ্রেয়স আয়ার ধারাবাহিকতা দেখিয়েছে। ব্যাটিং ও বোলিং— উভয় বিভাগই ছন্দে। স্লগ ওভারে বুমরাহর অনুপস্থিতি ঢাকা সহজ নয়। তবুও বলব, চ্যাম্পিয়ন হতে গেলে একজনের উপর নির্ভরতা কাটিয়ে ওঠা জরুরি।’
ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন আবার বিরাট কোহলির হয়ে সওয়াল করেছেন। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, ‘ও হল গ্রেটদের মধ্যে অন্যতম। অনেকেই বিরাটের অবসরের কথা বলছেন। কিন্তু মাথায় রাখা দরকার, ওর মতো বড় মাপের ক্রিকেটারকে এভাবে মুছে ফেলা যায় না।’ কোহলির কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত যে অন্য কেউ নন, স্বয়ং ভিকে নেবেন, তা নিয়ে কোনও সংশয় নেই পিটারসেনের। তাঁর মতে, ‘এটা নির্বাচক, কোচ বা অন্য ক্রিকেটারদের ব্যাপার নয়। অবসর নিয়ে প্রশ্নের উত্তর একমাত্র কোহলিই দিতে পারবে। কতদিন খেলতে চাইছে, নিজের মধ্যে কতটা লড়াই অবশিষ্ট রয়েছে, তা কোহলি জানে। আমার বিশ্বাস, যথাসময়ে নিজের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে উচিত সিদ্ধান্তই সে নেবে।’
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা