বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

১৯ মার্চ ফিরছেন সুনীতারা, জানাল নাসা

ওয়াশিংটন: দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগামী ১৯ মার্চ পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সুনীতাদের ফেরাতে ১২ মার্চ উৎক্ষেপণ করা হবে ক্রিউ-১০ মহাকাশযান। সব ঠিক থাকলে ১৯ মার্চ পৃথিবীতে ফিরে আসবেন দুই মহাকাশচারী। এই মুহূর্তে উৎক্ষেপণ সংক্রান্ত যাবতীয় কাজ জোরকদমে চলছে। 
প্রেসিডেন্টে পদে বসার পরপরই এই বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসনকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বন্ধু এলন মাস্ককে সুনীতাদের ফেরানোর দায়িত্ব দেন। ট্রাম্প বলেন, ‘সুনীতা ও তাঁর সঙ্গীকে মহাকাশ স্টেশন থেকে ফেরানোর ব্যবস্থা করতে বলেছি এলন মাস্ককে। বাইডেন প্রশাসনের গাফিলতির জেরেই তাঁদের সেখানে এতদিন আটকে থাকতে হয়েছে।’ এরইপরই সুনীতাদের ঘরে ফেরার দিনক্ষণ জানানো হল। 
প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে সুনীতা উইলিয়ামস ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় বোয়িং স্টারলাইনার। কিন্তু পরে ওই মহাকাশ যানে একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। লিক করতে থাকে হিলিয়াম। এমনকী থাস্টার চালুর ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। এর জেরে মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে সমস্যা দেখা দেয়। বারবার চেষ্টা করেও কোনও সমাধান মেলেনি। এবার ফের আশার আলো দেখছেন অন্তরীক্ষে আটকে থাকা দুই নভশ্চর।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা