বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ব্রিটেনে স্থায়ী ঠিকানা মা দুর্গার

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: টেমস নদীর ধারে বঙ্গ সংস্কৃতির মুকুটে কৃতিত্বের আরও এক পালক। মার্চেই ব্রিটেনে পাকাপাকিভাবে ঠাঁই পেতে চলেছেন মা দুর্গা। টেমস দুর্গা প্যারেডে প্রদর্শিত হেরিটেজ বেঙ্গল গ্লোবালের প্রতিমা এবার স্থান পাচ্ছে পিটারবারো শহরের কুইন্সগেট শপিং সেন্টারে। কলকাতার টেকনো ইন্ডিয়া গ্রুপের পড়ুয়াদের নির্মিত এই প্রতিমা ইতিমধ্যেই নজর কেড়েছে। ফেলে দেওয়া বর্জ্য দিয়ে তৈরি মূর্তিটি একইসঙ্গে ঐতিহ্য, স্থায়িত্ব, শিল্পসত্ত্বা ও বাংলার সুপ্রাচীন সংস্কৃতিকে তুলে ধরেছে। পাশাপাশি স্মরণ করিয়ে দিয়েছে নারী ক্ষমতায়নের বিষয়টিও।
তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না। টেমস দুর্গা প্যারেডে অংশ নেওয়ার পর প্রতিমাটি মূলত ঘরের কোণেই পড়ে থাকত। পরের দিকে পিটারবারো বেঙ্গলি সংস্কৃতি ক্লাবের উদ্যোগেই তা কাঙ্খিত গন্তব্য খুঁজে পায়। এপ্রসঙ্গে ক্লাবের সদস্য অনামিকা ঘোষ বলেন, ‘হেরিটেজ বেঙ্গল গ্লোবাল (এইচবিজি) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। সেখানে এইচবিজি-র ডিরেক্টর অনির্বাণ মুখোপাধ্যায় বলেছিলেন, এই অনন্য শিল্পকর্মটি টেমস প্যারেডের পরে একটি গ্যারাজে পড়ে রয়েছে। তাঁর এই কথাটি শোনার পরই টনক নড়ে। ঠিক করে ফেলি মা দুর্গার জন্য একটি যথাযথ স্থান খুঁজতে হবে। যাতে সবাই মাকে দর্শন করতে পারেন।’ শুরুতে একাধিক সংগঠনের দরজায় কড়া নেড়েও খালি হাতে ফিরতে হয় তাঁকে। তবে হাল ছাড়েননি। অনামিকার কথায়, ‘শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গি নয়। মা দুর্গার এই মূর্তি নারী ক্ষমতায়নেরও  প্রতীক। সেভাবেই বিভিন্ন জায়গায় বিষয়টিকে তুলে ধরেছিলাম। আর তাতেই শেষমেশ সাফল্য আসে। এই মূর্তি স্থাপন শুধুমাত্র পিটারবারো নয়, পুরো ব্রিটেনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আর বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের।’ তাঁর আশা, শিল্পকর্মটি শুধু বাঙালি নয় দেশের নানা প্রান্তের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। দুর্গাপুজোর তাৎপর্য, এর নেপথ্যে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবহিত করবে।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা