বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আজ নয়া আয়কর বিল পেশ,  নীতি নির্ধারণে কমবে সংসদের গুরুত্ব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৬৪ বছর পর পাল্টে যাচ্ছে ১৯৬১ সালের ভারতীয় আয়কর আ‌ইন। আজ, বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত নতুন আয়কর বিল, ২০২৫ সংসদে পেশ করবে মোদি সরকার। এর পরে আলাপ আলোচনার জন্য বিলটি পাঠানো হবে সংসদীয় স্থায়ী কমিটিতে। জানা যাচ্ছে, নতুন আয়কর বিলে থাকছে ৫৩৬টি ধারা। ২৩টি অধ্যায়। ৬২২ পৃষ্ঠা। বহু ধারার বিলোপ করা হয়েছে। এত বছর ধরে আয়কর রিটার্নের ক্ষেত্রে করদাতাদের কাছে পরিচিত শব্দবন্ধ ছিল ‘অ্যাসেসমেন্ট ইয়ার’।  নতুন আয়কর বিল অনুযায়ী আগামী দিনে তা বলা হবে ‘ট্যাক্স ইয়ার’। এপ্রিল থেকে মার্চ পর্যন্ত সময়সীমাকেই ট্যাক্স ইয়ার ধরা হবে। মুখে বলা হচ্ছে, আয়কর আইনকে সহজ সরল করাই নয়া আইনের লক্ষ্য। কিন্তু সরকারি সূত্রের খবর, ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী বিভিন্ন কর প্রকল্প এবং প্রশাসনিক নীতি পরিবর্তনে সংসদের অনুমোদন প্রয়োজন। প্রস্তাবিত নয়া আইন চালু হলে সরকারের আর সেই বাধ্যবাধকতা থাকবে না। তখন অর্থমন্ত্রক তথা সেন্ট্রাল বোর্ড ফর ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে। 
নতুন আয়কর আইনে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সময়সীমাকে ১২ মাসই রাখা হচ্ছে।  প্রত্যাশা করা হচ্ছিল সেই সময়সীমা কমিয়ে ১০ মাস করা হবে। নতুন আয়কর বিলে নয়া কর কাঠামোয় অবসরের সময় লিভ এনক্যাশমেন্টে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। গ্র্যাচুইটির ক্ষেত্রে ২০ লক্ষ টাকা। স্বেচ্ছাবসর নিলে অবসরকালীন প্রাপ্যের উপর ৫ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। তবে নতুন আয়কর আইনে বাড়িভাড়া ভাতার উপর কোনও ছাড় দেওয়া হচ্ছে না।
নতুন আয়কর আইন সংসদে পাশ হওয়ার পর কার্যকর করা হবে ২০২৬ সালের এপ্রিল থেকে। আয়কর আইনের সবটাই প্রধানত নতুন আয়কর কাঠামো কেন্দ্রিক। অর্থাৎ আগামী দিনে পুরানো আয়কর আইনের মতোই, পুরানো আয়কর কাঠামোও বাতিল করে দেওয়া হবে।
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা