বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নির্বাচন কমিশনার নিয়োগ: শুনানি পিছোল

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ মামলা শুনানি হবে আগামী বুধবার। অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি। বুধবারই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের এজলাসে এদিন বিষয়টি উত্থাপন করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি জানান, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ ফেব্রুয়ারি। তাই তার আগে এই মামলার শুনানি অত্যন্ত জরুরি ছিল। কারণ, ২০২৩ সালে এই নিয়োগ নিয়ে নয়া আইন এনেছে কেন্দ্র। তার বিরুদ্ধেই এই মামলা। ফলে ১৯ ফেব্রুয়ারি শুনানি হলে নিয়োগে জটিলতা তৈরি হতে পারে। যদিও শীর্ষ আদালত জানিয়েছে, নির্ধারিত দিনেই শুনানি হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের আইনে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগের প্যানেল থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। সেই জায়গায় প্রধানমন্ত্রী মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্যকে নিয়োগ করা হবে। বিরোধীদের বক্তব্য, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মোদি সরকার। নয়া আইনে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের হয়ে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি জানান, বিচারপতি সূর্য কান্ত অসুস্থ। তাই এই মামলার শুনানি ১৯ ফেব্রুয়ারি হবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে।  
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা