বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

 ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রচারেই খরচ ৪০১ কোটি

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি; প্রকল্প রূপায়ণ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নিয়ে প্রচারেই বেশি জোর দিয়েছে কেন্দ্র। ২০১৪-১৫ থেকে ২০২২-২৩, গত ন’ বছরে এই খাতে বাজেট বরাদ্দ ৭৭৪ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে স্রেফ প্রচারেই খরচ হয়েছে ৪০১ কোটি ৪ হাজার টাকা। মঙ্গলবার এমনই তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী। স্পষ্ট ভাষায় বললেন, আগামী দিনেও এর অন্যথা হবে না। প্রচারেই জোর দেওয়ার বিষয়টিকে মোটেই নেতিবাচক হিসেবে দেখা উচিত নয়। 
বেটি বাঁচাও, বেটি পড়াও এবার ১০ বছরে পা দিল। সেই উপলক্ষ্যে মন্ত্রক আয়োজন করেছিল এক বিশেষ সাংবাদিক সম্মেলনের। সেখানেই ‘বর্তমানে’র প্রশ্নের উত্তরে অন্নপূর্ণা দেবী জানান, প্রচারে জোর দেওয়ার জন্যই এই প্রকল্প। পুরুষ-মহিলা জন্মহারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। ২০১৪-১৫ আর্থিক বর্ষে প্রতি হাজার পুরুষে মহিলা জন্মহার ছিল ৯১৮। ২০২৩-২৪ অর্থবর্ষে তা হয়েছে ৯৩০। বালিকাদের স্কুলে ভর্তির হারও বেড়েছে। ইউপিএ আমলের শেষদিকে তা ছিল ৭৫.৫ শতাশ। ২০২১-২২ অর্থবর্ষে সেই হার বেড়ে ৭৯.৪ শতাংশে দাঁড়িয়েছে। তাই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রচারে জোর দিয়ে সরকার কোনও অন্যায় করেনি বলেই বোঝাতে চেয়েছেন অন্নপূর্ণা দেবী। 
মোদি সরকার এখন বেটি বাঁচাও, বেটি পড়াও কমর্সূচিকে ‘সম্বল’ নামে একটি প্রকল্পের অধীনে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে নারী আদালত, ওয়ান স্টপ সেন্টার, মহিলা পুলিস ভলান্টিয়ার, উওমেনস হেল্প লাইনের মতো কর্মসূচি। গতবার বাজেটে ‘সম্বলে’র জন্য বরাদ্দ হয়েছিল ৬২৯ কোটি টাকা। কিন্তু পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৪২২ কোটি ৩৬ লক্ষ টাকা করা হয়। আগামী (২০২৫-২৬) অর্থবর্ষে ফের বরাদ্দ হচ্ছে ৬২৯ কোটিই। কিন্তু কেন ২০৬ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে? মন্ত্রক কি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি রূপায়ণে পয়সা খরচই করতে পারেনি? শুধু প্রচারে জোর দেওয়া হয়েছে? জানতে চাওয়ায় অন্নপূর্ণা দেবী বলেন, ‘হ্যাঁ। প্রচারে জোর দেওয়ারই জন্যই এই প্রকল্প। এর ফলে সাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে। তাই প্রচারে জোর দেওয়াই লক্ষ্য।’
সম্বল প্রকল্পের অধীন ‘নারী আদালতে’র বিষয়টিকেও এবার জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েত প্রধানের ডাকা সালিশি সভায় মহিলাদের ছোটখাটো সমস্যা মেটানোর এই পাইলট প্রকল্প চলছে অসম এবং জম্মু-কাশ্মীরে। এবার বিহার এবং কর্ণাটকে পাইলট প্রকল্প শুরু হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে নারী আদালত শুরু করতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে চিঠি দিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব অনিল মালিক। কমপক্ষে রাজ্যের ১০টি গ্রাম পঞ্চায়েতে তা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্র।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা