বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

পিছিয়ে পড়ে এতিহাদে রুদ্ধশ্বাস জয় রিয়ালের
 

ম্যান সিটি- ২                   :                   রিয়াল মাদ্রিদ- ৩
(হালান্ড-২)                     (এমবাপে, ডিয়াজ, বেলিংহ্যাম)

ম্যাঞ্চেস্টার: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার এতিহাদ স্টেডিয়ামে ইউরোপ সেরার প্লে-অফের লড়াইয়ে প্রথম লেগে ম্যান সিটিকে ৩-২ গোলে হারাল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাচে দু’বার লিড নিয়েও শেষরক্ষা হল না সিটিজেনদের। রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে কিলিয়ান এমবাপে, ব্রাহিম ডিয়াজ ও জুড বেলিংহ্যাম। ঘরের মাঠে হেরে শেষ ষোলোর পথ কঠিন হল পেপ ব্রিগেডের। আগামী বুধবার ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ফের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে দু’দল।
২০২৪ সালে রড্রির ব্যালন ডি’ওর জেতা নিয়ে কম জলঘোলা হয়নি রিয়াল শিবিরে। ভিনিসিয়াস বর্ষসেরা পুরস্কার না পাওয়ায় অনুষ্ঠান বয়কট করেছিল মাদ্রিদের ক্লাবটি। তাই মঙ্গলবার প্রতিপক্ষকে খোঁচা দিয়ে এক বিশাল টিফো নামিয়েছিলেন সিটিজেনরা। সেটাই যেন তাতিয়ে দিয়েছিল এমবাপে-ভিনিসিয়াসদের। মরশুমের শুরু থেকে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা সিটির বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল মেলে ধরে রিয়াল। তবে কিছুটা গতির বিপরীতে ১৯ মিনিটে নীল ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন হালান্ড। জ্যাক গ্রেলিশের সেন্টার চেস্ট ট্র্যাপে নামান গোভারজিওল। সেই বল থেকে জাল কাঁপান নরওয়ের তারকা (১-০)।
পিছিয়ে পড়ে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে রিয়াল। ২৫ মিনিটে ভিনিসিয়াসের শট ক্রসবার ছুয়ে বেরিয়ে যায়। ১২ মিনিট পর ফের একবার পোস্ট বাধা হয়ে দাঁড়ায়। এবার হালান্ডের হেড ক্রসবারে ধাক্কা লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের একবার পোস্ট ভাগ্য সঙ্গ দেয়নি সিটির। এরপর ম্যাচে সমতায় ফেরে রিয়াল। ৬০ মিনিটে ড্যানি সেবালসের ফ্রি-কিক থেকে গোল এমবাপের (১-১)। এক্ষেত্রে তাঁর পায়ে বল ঠিকঠাক না লাগলেও বল জালে জড়াতে অসুবিধা হয়নি।  ৮০ মিনিটে ফের লিড নেয় ম্যান সিটি। বক্সের মধ্যে ফোডেনকে ফাউল করতেই পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিক থেকে জাল কাঁপান হালান্ড (২-১)।
ম্যাচে দ্বিতীয়বার লিড নিয়েও রক্ষণের ব্যর্থতায় এদিন আরও একবার ভুগতে হল পেপ ব্রিগেডকে। বক্সের বাঁ দিক থেকে ভিনিসিয়াসের শট ঠিকমতো বিপন্মুক্ত করতে ব্যর্থ হন ম্যান সিটি গোলরক্ষক এডারসন। ফিরতি বল গোলে ঠেলতে ভুল করেননি পরিবর্ত হিসেবে মাঠে নামা ব্রাহিম ডিয়াজ (২-২)। এরপর সংযোজিত সময়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে ভিনিসিয়াসের পাস থেকে রিয়ালের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম (৩-২)। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনশোতম ম্যাচ জয়ের স্বাদ পেল রিয়াল। একইসঙ্গে ম্যান সিটির ডেরায় এই প্রথম ৯০ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসল মাদ্রিদের ক্লাবটি।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা