বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ব্যাটিং উপভোগই আসল: রোহিত

কটক: একটা ইনিংসই পাল্টে দিয়েছে আবহ। যাবতীয় সমালোচনা বদলে গিয়েছে প্রশংসায়। অবসর নিয়ে জল্পনা আপাতত উধাও। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার দুরন্ত শতরানে নিশ্চিত হয়েছে টিম ইন্ডিয়ার সিরিজ জয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তা স্বস্তি দিচ্ছে ভারত অধিনায়ককে। ৯০ বলে ১১৯ রানের ইনিংসের তাৎপর্য সেজন্যই আলাদা। তবে হিটম্যান শতরানের পর আবেগ বা উচ্ছ্বাস দেখাননি। সেলিব্রেশনকে যতটা সম্ভব নীচু তারে বেঁধেছেন। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে হিটম্যানের বক্তব্যেও সেই সুর স্পষ্ট। রোহিত বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি। রানও কম করিনি। এর কিছু তো মূল্য থাকবেই। ভালোমতো জানি, আমার কাছে কী চাওয়া হচ্ছে। ক্রিজে গিয়ে সেটা ঠিকঠাক করাই আমার কাজ। নিজের স্বাভাবিক ব্যাটিং মেলে ধরার চেষ্টা করি সবসময়। একটা-দুটো ম্যাচের ব্যর্থতায় আমার খেলার ধরন বদলাবে না। এই ইনিংসটা হল অফিসে স্রেফ আরও একটা দিনের মতো। বাড়তি কিছু নয়।’
মুম্বইকর যাই বলুন, এটা ঘটনা যে, ক্রমাগত ব্যর্থতায় তাঁর কেরিয়ারে ঘনিয়ে আসা কালো মেঘ আপাতত উধাও। নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর নির্ঘাত তাঁকে নেতৃত্বের ব্যাটন সঁপে দিতে হতো অন্য কারও হাতে। ২০২৩ সালের অক্টোবরের পর ওয়ান ডে’তে এই সেঞ্চুরি তাই চাপ কমাচ্ছে হিটম্যানের। রোহিত সেজন্যই হয়তো বলেছেন, ‘নিজের কাজটা যথাযথভাবে করাই আসল। রাতে বিছানায় শুয়ে যেন মনে হয় যে, সেরাটাই দিয়েছি। যখনই ব্যাট হাতে ধরেছি, চেষ্টা করেছি ভালো খেলার। কখনও বড় রান পেয়েছি, কখনও সাফল্য পাইনি। মোদ্দা কথা হল, কী করতে চাই সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি। বাকি সবকিছুই অর্থহীন। আমার লক্ষ্য ছিল ব্যাটিং উপভোগ করা। আর সেজন্যই তো আমরা সবসময় মাঠে নামি।’
ছোট ছোট ভাগে ইনিংস গড়েই এসেছে ওডিআই কেরিয়ারের ৩২তম শতরান। সেই সঙ্গে একদিনের ফরম্যাটে ছক্কার সংখ্যায় ক্রিস গেইলকে (৩৩১) টপকে গিয়েছেন রোহিত (৩৩৮)। ক্রমাগত ব্যর্থতা থেকে রানে ফেরার মূলমন্ত্র কী? রোহিতের উত্তর, ‘এতদিন ধরে প্রচুর রান করার মানে কিছু নিশ্চয়ই ঠিক করেছি। কীভাবে সাফল্য পেতে হয় তা নিশ্চয়ই জানা। ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করাই রানের মন্ত্র। কথাটা বলা যত সহজ, কাজে করে দেখানো ততটা নয়।’
রবিবার একদিনের ক্রিকেটে শতরানের নিরিখে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন রোহিত। তাঁর আগে শুধুই কোহলি (৫০) ও শচীন (৪৯)। একইসঙ্গে ওডিআইয়ে মোট রানের নিরিখে রাহুল দ্রাবিড়কে টপকে সর্বকালের সেরা তালিকায় দশম স্থানে উঠে এসেছেন হিটম্যান। বর্তমানে তাঁর রান ১০,৯৮৭। সিরিজের শেষ ম্যাচে তাঁর কাছে সুযোগ থাকছে ১১ হাজারের গণ্ডি টপকে যাওয়ার। অর্থাৎ, বুধবার ১৩ রান করলেই আরও এক নজির স্পর্শ করবেন তিনি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা