বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা, বুমরাহকে নিয়েই জল্পনা

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি যশপ্রীত বুমরাহকে পাওয়া যাবে? মঙ্গলবার, ১১ তারিখের মধ্যে আইসিসি’কে চূড়ান্ত স্কোয়াড জানানোর কথা। অর্থাৎ, হাতে আর সময় নেই। কিন্তু ‘বুমবুম’কে নিয়ে ধোঁয়াশা থাকছেই। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে সম্প্রতি তাঁর পিঠে স্ক্যান করা হয়েছে। বিসিসিআই মেডিক্যাল স্টাফদের সেই স্ক্যান রিপোর্ট নিয়ে নির্বাচকমণ্ডলী ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করার কথা। তারপরই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 
বছরের গোড়ায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তখন থেকেই খেলার বাইরে বুমরাহ। বিশ্রাম ও রিহ্যাবের মধ্যেই রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে যদিও দলে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু পরে তাঁর নাম বাদ পড়ে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা আসরে খেলানো কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়েও সংশয় রয়েছে। জোর করে খেলালে আবার যদি চোট পান, তখন কেরিয়ারই অনিশ্চিত হয়ে উঠতে পারে।
১৮ জানুয়ারি মিনি বিশ্বকাপের জন্য ঘোষিত হওয়া ভারতীয় দলে অবশ্য বুমরাহকে রাখা হয়েছিল। কিন্তু তাঁর পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের যা অবস্থা তাতে পাঁচ সপ্তাহ বিশ্রামের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরও দল ঘোষণার সময় তেমনই জানিয়েছিলেন। কিন্তু ভারত যদি মনে করে যে, বুমরাহর পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া একেবারেই অসম্ভব, তখন তাঁকে দলে রাখা হবে না। সেক্ষেত্রে বুমরাহর জায়গায় স্কোয়াডে আসবেন হর্ষিত রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে অভিষেকে নজরও কেড়েছেন তিনি। তবে প্রতিযোগিতার পরের পর্বে খেলতে পারলে ১৫ জনে বুমরাহ থাকবেনই। অবশ্য ১১ ফেব্রুয়ারির পর স্কোয়াডে কোনও পরিবর্তন ঘটাতে চাইলে অনুমোদন দরকার চ্যাম্পিয়ন্স ট্রফির টেকনিক্যাল কমিটির। 
ভারত রয়েছে প্রতিয়োগিতার ‘এ’ গ্রুপে। বাকি তিনটি দল হল পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুবাইয়েই গ্রুপের সব ম্যাচ খেলবে ভারত। তবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরুর আগে কোনও প্র্যাকটিস ম্যাচ নেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হচ্ছে বুধবার। তিনদিন পর, ১৫ ফেব্রুয়ারি দুবাই উড়ে যাবে টিম ইন্ডিয়া।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা