বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সেলটিকের চ্যালেঞ্জ টপকাতে তৈরি বায়ার্ন

গ্লাসগো: ডিনামো জাগ্রেবকে ৯ গোলের মালা পরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ করেছিল বায়ার্ন মিউনিখ। তবে তারপরই ছন্দপতন। অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে হেরে সরাসরি প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় জার্মান জায়ান্টরা। পরের পাঁচ ম্যাচে চারটিতে জিতেও লিগ টেবিলে ১২ নম্বরে শেষ করে বায়ার্ন। বুধবার প্লে-অফের লড়াইয়ে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে সেলটিকের মুখোমুখি হবেন হ্যারি কেনরা। উল্লেখ্য, গ্রুপ পর্বে আট ম্যাচে ২০বার প্রতিপক্ষের জাল কাঁপান বায়ার্ন অ্যাটাকাররা। তবে একইসঙ্গে ১২টি গোল হজম করেছে তারা। তাই সেলটিকের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি দুর্গ অক্ষত রাখাই লক্ষ্য কোচ ভিনসেন্ট কোম্পানির। পক্ষান্তরে, ২০১২-১৩ মরশুমের পর ফের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের গণ্ডি টপকাল স্কটল্যান্ডের ক্লাবটি। চলতি মরশুমে গ্রুপ পর্বে আট ম্যাচের মধ্যে তিনটি জয় ও তিনটি ড্র করে তারা। তবে প্লে-অফের লড়াইয়ে ধারেভারে অনেকটাই এগিয়ে থাকা বায়ার্নের বিরুদ্ধে ভালো ফলের আশায় ব্রেন্ডন রজার্সের ছেলেরা।
দিনের অপর ম্যাচে ফেয়েনুর্ডের মুখোমুখি হবে এসি মিলান। মাত্র এক পয়েন্টের জন্য সরাসরি প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট হাতছাড়া করেছে ইতালির ক্লবিটি। গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচে হারের পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এবার প্লে-অফের লড়াইয়ে সেই ছন্দ ধরে রেখে প্রথম লেগে জিতে সুপার সিক্সটিনের পথে এক বা বাড়িয়ে রাখাই লক্ষ্য সের্গিও কনসেইকাও ব্রিগেডের।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের লড়াইয়ে নামছে আটালান্টা। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্লাব ব্রাগ। গ্রুপ পর্ব শেষে নবম স্থানে শেষ করে আটালান্টা। তিনটি ম্যাচে ড্র করার সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হয় তারা। অন্য ম্যাচে বেনফিকার মুখোমুখি হবে মোনাকো।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা