বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

দুরন্ত সেঞ্চুরির পরেও ভাবলেশহীন ক্যাপ্টেন

কটক: মহানদীর পাড়ে রোহিত গুরুনাথ শর্মার শাপমোচন। খরা কাটিয়ে মুম্বইকরের ব্যাটে রানের ফোয়ারা। সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই রানে ফিরলেন হিটম্যান। বিশেষজ্ঞরা উচ্ছ্বসিত, উত্তাল দর্শকরা। কিন্তু রোহিত নির্বিকার। সামান্য ব্যাট তোলা ছাড়া নেই কোনও সেলিব্রেশন। এমনকী একবারের জন্যও হেলমেট খোলেননি ভারত অধিনায়ক। সবমিলিয়ে একেবারেই ভাবলেশহীন তিনি। অভিমান? নাকি আবেগ ঢেকে রাখার মরিয়া চেষ্টা? ম্যাচ জেতানো ইনিংসের পর অদ্ভুত শান্ত তিনি। টেলিভিশনের ক্যামেরার জুমে ধরা পড়লেন অধিনায়ক। মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। পরে রোহিতের মন্তব্য, ‘যত বেশি সম্ভব উইকেটে থাকতে চেয়েছিলাম। তাতে আত্মবিশ্বাস বাড়ে। সেই লক্ষ্যে সফল। শতরানের পাশাপাশি সিরিজ জয়, সত্যিই তৃপ্তিদায়ক।’ একই সঙ্গে শুভমান গিলকেও প্রশংসায় ভরিয়ে ক্যাপ্টেন। রোহিত বলেন, ‘অসাধারণ ব্যাটার। ওর সঙ্গে পার্টনারশিপ সত্যিই উপভোগ করেছি।’ সবমিলিয়ে ফুরফুরে মেজাজে তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা ভরসা দিচ্ছে গোটা দলকে। 
হিটম্যানের ব্যাটে রান ছিল না দীর্ঘদিন। প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। এমনকী রনজি ট্রফিতেও ব্যর্থ হন তারকা ব্যাটার।  রবিবারের ইনিংস যেন সবকিছুর জবাব। প্রমাণ করে দিলেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি। ক্লাস ইজ পার্মামেন্ট।’ খারাপ সময়ে সোশ্যাল সাইটে তাঁকে নিয়ে মিমের বন্যা। প্রাক্তনরাও ছেড়ে কথা বলেননি। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভরসা ছিল রোহিতের উপর। মহারাজ বলেন, সাদা বলের ক্রিকেটে রোহিত অন্যতম সেরা ব্যাটার। যে কোনও মুহূর্তে ফর্মে ফিরবেন তিনি। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে সৌরভ মন্তব্য করেন-চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য রোহিতকে দেখা যাবে। তার আগেই অবশ্য ছন্দে ফিরে এলেন হিটম্যান। ছক্কা, চারের ফুলঝুরিতে আশ্বস্ত অনুরাগীরা। পুল, ড্রাইভ, কাট, সুইপে দিশাহারা ইংল্যান্ড বোলিং। রাতারাতি সমালোচনা বদলে গিয়েছে প্রশংসায়। রোহিত অবশ্য গুটিয়ে রেখেছেন নিজেকে। বডি ল্যাঙ্গুয়েজে চনমনে আত্মবিশ্বাস। হয়তো বলতে চাইলেন, ‘টাইগার জিন্দা হ্যায়...।’ তিনি রোহিত শর্মা। জানেন, রান না পেলেই ফের শুরু হবে কাটাছেঁড়া। বাইশ গজই তাঁর জবাব দেওয়ার জায়গা। ব্যাট কথা বললে আপনাআপনি থেমে যাবে যাবতীয় সমালোচনা। কটকে তাঁর রুদ্রমূর্তি দেখে বিশেষজ্ঞরা আপ্লুত। কেভিন পিটারসেনের মন্তব্য, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য সুসংবাদ। সবচেয়ে বড় কথা, ওর টাইমিং ছিল দেখার মতো। যে কোনও বোলিংকে খুন করতে পারে রোহিত।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মেজাজেই ক্যাপ্টেনকে   দেখতে চান ক্রিকেটপ্রেমীরা।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা