বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

টেস্ট দলে প্রত্যাবর্তনে প্রত্যয়ী অজিঙ্কা রাহানে

নিজস্ব প্রতিনিধি কলকাতা: ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’! ইডেনে অজিঙ্কা রাহানের অধিনায়কোচিত শতরানেই কুপোকাত হরিয়ানা। প্রতিপক্ষকে ১৫২ রানে হারিয়ে রনজি সেমি-ফাইনালে মুম্বই। ১৩টি বাউন্ডারি সহ ১৮০ বলে ১০৮ রানের ঝকঝকে ইনিংস খেলা রাহানে ইডেনে বসেই সদর্পে বললেন, ‘এখনও খিদে কমেনি। ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়া বাকি।’
৩৬ বছর বয়সি প্রাক্তন অধিনায়ক কি ফের জাতীয় দলের স্বপ্ন দেখছেন? একটু ভেবে তারকা ক্রিকেটারের জবাব, ‘ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। টেস্ট ক্রিকেট আবারও খেলতে চাই। পুরোটা আমার হাতে নেই। তবে ঘরোয়া ক্রিকেটে সেরাটা উজাড় করে দিতে পারি।’ উল্লেখ্য, গত ম্যাচে ৯৬ রানের ইনিংসের পর মঙ্গলবার ইডেনে শতরান হাঁকিয়েছেন রাহানে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দুরন্ত ফর্মে ছিলেন। তাই শুধুমাত্র বয়সের দোহাই দিয়ে রাহানেকে টিমের বাইরে রাখাটা কতটা সঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠছেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ও বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবির পর তা আরও জোরালো হচ্ছে। এদিকে, আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপাবেন রাহানে। এমনকী তাঁকে নেতৃত্বভার দেওয়ার গুঞ্জনও চলছে। এই বিষয়ে প্রশ্ন করতেই ভারতীয় তারকার মুখে হাজার ওয়াটের হাসি খেলে গেল। তাঁর মন্তব্য, ‘না! এখনও কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনও কথা হয়নি। তবে কেরিয়ারে কোনওদিন দায়িত্ব নিতে ভয় পাইনি। তাই ম্যানেজমেন্ট দায়িত্ব দিলে পিছপা হব না।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা