বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

গীতা হাতে লর্ড হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কৃশ রাভাল

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ঘোষণা আগেই হয়েছিল। গীতা হাতে ব্রিটেনের লর্ডস সভার সদস্য হিসেবে শপথ নিলেন লেবার ইন্ডিয়ান্স-এর সভাপতি কৃশ রাভাল। সেদেশের আইনসভার উচ্চকক্ষে ব্যারন রাভাল অব হার্টসমেয়ার, হার্টফোর্ডশায়ার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ।
ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের জন্য কাজ এবং সর্ব ধর্ম সমন্বয়ে অসামান্য অবদানের স্বীকৃতি। গত ডিসেম্বরে লর্ড হিসেবে কৃশ রাভালকে মনোনীত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজীবন লর্ড পদে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষে লেবার পার্টির বেঞ্চে বসবেন তিনি। লর্ড হিসেবে রাভালের এদিনের শপথগ্রহণ দেখতে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ছেলে যখন শপথ নিচ্ছেন তখন দর্শকাসনে বসে বাবা সুরেষচন্দ্র এবং মা পদ্মাবেন রাভাল। সেসময় ছেলের সাফল্যে আনন্দের অশ্রু ঝড়ে পড়ে পদ্মাবেনের দু’চোখ বেয়ে। আবেগ ধরে রাখতে পারেননি লর্ড রাভালের স্ত্রী লেডি ডক্টর লাকি রাভালও।
শপথগ্রহণ অনুষ্ঠানের পরে লর্ড রাভালের সম্মানে চা চক্রের আয়োজন করেছিলেন লর্ড মেনডেলসন। যেখানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা লর্ড রাভালকে অভিনন্দন জানান। তাঁর এই সফরে পাশে দাঁড়ানোর জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবান জানাতে ভোলেননি লর্ড রাভাল। বিশেষভাবে উল্লেখ করেন বাবা-মা, স্ত্রী, কেমব্রিজের মেন্টর প্রফেসর ডেভিড ফোর্ড, ডক্টর চিন্ময় পান্ডে, পণ্ডীত শ্রীরাম শর্মা, দ্য ফেইত ইন লিডারশিপ টিম এবং ১০ ডাউনিং স্ট্রিটের সমর্থকদের। আগামীতেও ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রতি দিয়েছেন তিনি।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা