বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সেনাবাহিনীতে চাকরির নামে সাড়ে ১১ লক্ষ টাকার ‘তোলা’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপে ম্যানেজমেন্ট স্কুল। সেখানে ভর্তি হলেই সেনাবাহিনীতে চাকরি পাকা। তবে গুনতে হবে মোটা কড়ি। টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ জমা পড়ল পাটুলি থানায়। ম্যানেজমেন্ট স্কুলের এক ছাত্র অভিযোগ দায়ের করেন। মোট সাড়ে ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। এখনও পর্যন্ত ১১ জন ছাত্র প্রতারিত হয়েছেন বলে জানা গিয়েছে। এরপর ম্যানেজমেন্ট স্কুলের হর্তা-কর্তা ও স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা ওই ছাত্রদের হুমকি দেন বলে অভিযোগ। এ নিয়ে ইতিমধ্যেই ডেপুটি কমিশনার (সাউথ সাবার্বান ডিভিশন) বিদিশা কলিতার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। 
২০১৮ সালে ঘটনার সূত্রপাত। সঞ্জয়কুমার রানা নামের এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় হিমাচল প্রদেশের যুবক পাভিঙ্ক রানার। সেনাবাহিনীতে চাকরি নিশ্চিত করতে কলকাতার পাটুলিতে একটি ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য তাকে টোপ দেয় সঞ্জয়। সম্প্রতি সেখানে ভর্তি হতে আসেন পাভিঙ্ক। অভিযোগ, তাঁর থেকে দু’দফায় প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা নেওয়া হয়। এরপরেই বৈষ্ণবঘাটা পাটুলিতে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ’ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন হিমাচল প্রদেশের ওই ছাত্র। পাভিঙ্কের বক্তব্য, ‘সম্পূর্ণ ভুয়ো ইনস্টিটিউশন খুলে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেছে সঞ্জয়। ওই লেনদেনের সূত্রে জানতে পারি, প্রতিষ্ঠানের কোনও পদে না থাকলেও ‘তোলা’ আদায়ের চক্রে জড়িত কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়।’ প্রতারিত ছাত্র বলেন, ‘থানায় অভিযোগ করার কথা বলায় শুভজিতের অনুগামীরা তাঁকে মারধর করে। প্রাণে মারারও হুমকি দেয়’। এরপরেই পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাভিঙ্ক। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তারা আপাতত জেল হেফাজতে রয়েছে।  সম্প্রতি ঘটনা অন্য মাত্রা নিয়েছে। পাভিঙ্ক বলেছেন, থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন শুভজিৎ ও তাঁর অনুগামীরা। সেই হুমকির জেরে প্রতারিত ছাত্ররা মিলে পুলিসের ডেপুটি কমিশনারের দ্বারস্থ হয়েছেন। লালবাজার সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তে পুলিসি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ছাত্র। এ প্রসঙ্গে, প্রতিক্রিয়া নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি শুভজিৎ। হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনও জবাব দেননি। - নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা