বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মহম্মদ আলি পার্কের বিকল্প জলাধার মার্কাস স্কোয়ারে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহম্মদ আলি পার্কের পুরনো, ভাঙা, ভূগর্ভস্থ জলাধারের বিকল্প হিসেবে মার্কস স্কোয়ারে নতুন জলাধার তৈরির পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। তার আগে মঙ্গলবার জায়গাটি পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। ঠিক হয়েছে, মাঠটির যতটা সম্ভব কম ক্ষতি করে আংশিক ভূগর্ভস্থ এই জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে।
নতুন জলাধারটি নির্মাণ হবে মহাজাতি সদনের পিছনে কলেজ স্ট্রিটের মার্কাস স্কোয়ারে। মহম্মদ আলি পার্কে ব্রিটিশ আমলে তৈরি যে জলাধারটি রয়েছে, সেটি পার্কের প্রায় ৭৫ শতাংশ দখল করে রয়েছে। ২০১৯ সালে এই জলাধারে ফাটল দেখা দেয়। ধস নামে পার্কের একটি অংশে। জলাধারের গভীরতা প্রায় ২০ ফুট। সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল ও পুরসভার পদস্থ আধিকারিকরা নীচে নেমে গোটা ট্যাঙ্ক পরিদর্শন করেন।
পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, মহম্মদ আলি পার্কের জলাধার বন্ধ না রেখে সংস্কার সম্ভব নয়। আবার প্রায় সাড়ে চার মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন এই জলাধার বন্ধ রাখাও অসম্ভব। কারণ, বহু এলাকায় জল এখান থেকে সরবরাহ করা হয়। প্রায় পাঁচ লক্ষ মানুষ এই জলাধারের জলের উপর নির্ভরশীল। তাই, মার্কাস স্কোয়ারে সমপরিমাণ ধারণক্ষমতাসম্পন্ন বিকল্প জলাধার নির্মাণ করে সেখান থেকে জল সরবরাহ চালু করার পরেই মহম্মদ আলি পার্কের জলাধার সংস্কার করা হবে।
তবে, যেহেতু মার্কাস স্কোয়ারে শিশুদের পার্কের পাশাপাশি বড়দের খেলার জন্য মাঠও রয়েছে, তাই সেখানে জলাধার নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক কিছু জটিলতা ছিল। মার্কাস স্কোয়ারের কোন অংশে জলাধার নির্মাণ করা হবে, কতটা এলাকাজুড়ে কাজ হবে, সে সব নিয়ে ভিন্নমত ছিল বলেই পুরসভা সূত্রে খবর। তাই, এদিন এলাকা পরিদর্শন করেন মেয়র ও মেয়র পারিষদ। মাঠের কতটা অংশে কাজ হবে, সে সব নিয়ে এদিন আলোচনা হয়েছে। -নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা