বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা

‘ছবি নিয়ে বাবার সঙ্গে আলোচনা করি না’

সম্পূর্ণ বিপরীত 
‘লাভিয়াপ্পা’ ছবির গল্প শুনে মনে ধরেছিল জুনেইদের। তবে অভিনীত চরিত্রের সঙ্গে নিজের একদমই মিল খুঁজে পাননি বলে জানালেন তিনি। ‘আমি অরিজিনাল ছবি ‘লাভ টুডে’ দেখেছিলাম। খুব ভালো লেগেছিল। আমার গল্পটা পছন্দ হয়েছিল। কিন্তু আমি ছবিটা করলে নিজেকে কাস্ট করতাম না। চরিত্রটি আমার ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত’, বলেন জুনেইদ।
বাবার পরামর্শ    
আমির খান হাজার হাজার তরুণের মেন্টর। বাবার থেকে অভিনয় সংক্রান্ত পরামর্শ নেন কি না জানতে চাইলে জুনেইদ হাসতে হাসতে বলেন, ‘আমি বাবার কথা শুনি না। ছবির বিষয়ে ওঁর সঙ্গে আলোচনা করি না। আমি পরিচালকের সঙ্গে কথা বলি।’
চাপমুক্ত 
তারকা পুত্র হওয়ায় এই ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই চাপে রয়েছেন জুনেইদ? তাঁর স্বীকারোক্তি, ‘আমি কোনও চাপ অনুভব করি না। আমার মনে হয়, প্রত্যেকের নিজস্ব জার্নি থাকে। বাবার পরম্পরা বাবাকেই সামলাতে হবে, কারণ এখনও কাজ করছেন বাবা। এটা ওঁর হাতেই সুরক্ষিত। আমি তো সবেমাত্র শুরু করলাম।’ 
অহেতুক সমালোচনা
কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত থাকতেন আমির খান। তাই নিজের পরিবার আর সন্তানদের সময় দিতে পারেননি বলে অনেক সময় আক্ষেপ শোনা যায় আমিরের গলায়। এই প্রসঙ্গ তুলতেই একটু আপত্তির সুরে জুনেইদ বলেন, ‘না না। বাবা সবসময় আমাদের পাশে ছিলেন। এখন তো দেখছি বাবা নিজের বিষয়ে অহেতুক সমালোচনা করছেন!’
সাধারণ জীবন 
আমির খানের ছেলে হয়েও সাধারণ জীবন যাপনে বিশ্বাসী জুনেইদ। সরকারি বাস এবং ট্রেনে চেপে ঘুরতে দেখা যায় তাঁকে। তারকা-পুত্র স্পষ্ট বললেন, ‘আসলে আমি প্রতিটা ক্ষেত্রে অত্যন্ত বাস্তববাদী। আমি নিজের মতো চলতে ভালোবাসি। মুম্বইতে একটা বড় গাড়ি হাঁকিয়ে চলার কোনও মানে হয় না।’
দেবারতি ভট্টাচার্য, মুম্বই
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা