বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

আওয়ামি লিগের নেতাদের বাড়িতে হামলা না চালানোর আর্জি ইউনুসের

ঢাকা ও নয়াদিল্লি: অবশেষে যেন ঘুম ভাঙল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের! শেখ হাসিনা সহ আওয়ামি লিগের নেতাদের বাড়ি বা অন্য কোনও সম্পত্তিতে হামলা না চালানোর আর্জি জানালেন স্বয়ং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি জারি করে ওই আর্জি জানানো হয়। বুধবার রাতে ঢাকায় ৩২, ধানমন্ডিতে বঙ্গবন্ধু বাসভবন ভেঙে গুঁড়িয়ে দেয় ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’। হাসিনার বাসভবন, তাঁর কাকার বাড়িতেও হামলা হয়। সারা রাত তাণ্ডব চললেও হাত গুটিয়ে ছিল ইউনুস সরকার। বঙ্গবন্ধু ভবনে ভাঙচুরে প্রত্যক্ষ মদতের অভিযোগও উঠে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবারও বাংলাদেশজুড়ে আওয়ামি লিগের নেতাদের বাড়িতে তাণ্ডব চলে। বাদ যায়নি প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধানের বাড়িও। তবে, হামলার জন্য হাসিনার ‘উস্কানি’কেই দায়ী করেছিল তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু ঘরে-বাইরে চাপের মুখে একদিনের মধ্যেই সেই অবস্থান থেকে সরে এল তারা। 
বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনও আচরণ করা উচিত নয়, যাতে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করার সুযোগ পাওয়া যায়। কোনও অজুহাতেই যেন কোনও নাগরিকের উপর আর আক্রমণ না হয়। তবে এই বিবৃতি যখন জারি করা হল, ততক্ষণে বাংলাদেশে প্রায় সমস্ত আওয়ামি লিগ নেতার বাড়ি হামলায় বিধ্বস্ত। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরে ‘বায়তুল আমান’ ভবনও গুঁড়িয়ে দেওয়া হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল ওই বাড়ি থেকেই। পরে ওই ভবনেই আওয়ামি লিগের প্রতিষ্ঠা হয়। 
বঙ্গবন্ধুর বাসভবন যেভাবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার কড়া নিন্দা করেছে ভারত। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের ওই বাড়িটি দখলদারি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের প্রতিরোধের প্রতীক ছিল। যারা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে অবহিত, তারা এই বাসভবনের গুরুত্ব সম্পর্কেও অবগত। এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। পাশাপাশি এদিন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মহম্মদ নুরুল ইসলামকে ডেকে পাঠায় দিল্লি। বাংলাদেশের অরাজক পরিস্থিতির জন্য যেভাবে ইউনুস সরকার ভারতকে দায়ী করছে, তা নিয়ে দিল্লি অসন্তুষ্ট বলে নুরুলকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রাখতে চায় বলেও এদিন বার্তা দেওয়া হয়েছে।
বাংলাদেশে যেভাবে নৈরাজ্য চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খালেদা জিয়ার দল বিএনপিও। তারা জানিয়েছে, ক্রমাগত হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণ করা না গেলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এদিকে, সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী তথা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরও এক অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিস। শুক্রবার দিনভর জেরার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। 
এসবের মধ্যেই ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। এদিন মহার্ঘ ভাতা দেওয়া সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয়ে কর্মচারী ফেডারেশন। আন্দোলনকারীরা মিছিল করে শাহবাগ থানার সামনে গেলে পুলিস জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে, জাপানের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে ইউনুস দাবি করেছেন, চলতি বছরের শেষ দিকেই বাংলাদেশে নির্বাচন হতে পারে।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা