বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ঘরের মাঠে আজ প্রতিপক্ষ চেন্নাইয়ান, মেসিকে স্কোয়াডে রাখার ভাবনা ব্রুজোঁর, সুপার সিক্সের আশা ছাড়ছে না ইস্ট বেঙ্গল

শিবাজী চক্রবর্তী, কলকাতা: পেটানো চেহারা। উচ্চতাও নজরকাড়া। শুক্রবার বিকেলে ক্যামেরুনের নবাগত বিদেশি মেসি বৌলির হাতে ২৮ নম্বর জার্সি তুলে দিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। চোট সমস্যায় জর্জরিত দল। এয়ারপোর্ট থেকে হোটেল বুড়িছোঁয়া করে ক্যামেরুনের মেসিকে যুবভারতীতে নিয়ে আসে টিম ম্যানেজমেন্ট। জেটল্যাগের ধকল স্পষ্ট। তাই ছোট্ট বৈঠকের পর তাঁকে হোটেলে পাঠিয়ে দিলেন স্প্যানিশ কোচ। চেন্নাইয়ানের বিরুদ্ধে কি খেলবেন নবাগত বিদেশি? অস্কারের মন্তব্য, ‘ওকে স্কোয়াডে রাখার ভাবনা রয়েছে। পরিস্থিতি বুঝে কিছুক্ষণ খেলাতেই পারি।’ মোদ্দা কথা, ক্যামেরুনের ফুটবলারকে দিয়ে ফাটকা খেলার সম্ভাবনা থেকেই যাচ্ছে। অচেনা বিদেশি জাল কাঁপালে সোনায় সোহাগা। কথায় আছে, ‘ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে।’ সেক্ষেত্রে অস্কারও কলার তোলার সুযোগ পাবেন। 
আইএসএলে ১৮ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। এখনও ছ’টি ম্যাচ বাকি। জিতলে সুপার সিক্সের ক্ষীণ আশা জিইয়ে থাকবে। প্রথম গাঁট আওয়েন কোয়েলের চেন্নাইয়ান। অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে অস্কার ব্রিগেড। যুবভারতীতেও তিন পয়েন্টের লক্ষ্যে দল সাজাবেন লাল-হলুদ কোচ।  মধ্যবিত্ত দল নিয়েও আক্রমণাত্মক ফুটবলের সাহস দেখাচ্ছেন ব্রুজোঁ। চোট-কার্ড প্রতি ম্যাচেই ভোগাচ্ছে তাঁকে। চেন্নাইয়ান ম্যাচে রিচার্ড সেলিসকে নিয়েও একরাশ ধোঁয়াশা। শুক্রবার অনুশীলন করেননি তিনি। ম্যাচের দিন প্রাতরাশ টেবিলে সেলিসের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অস্কার। পাশাপাশি কার্ড সমস্যায় নেই শৌভিক। পায়ের পাতার চোট সারিয়ে আনোয়ারের ম্যাচ ফিট হতে আরও কয়েকদিন লাগবে। চেন্নাইয়ানের বিরুদ্ধে ৪-২-৩-১ ফর্মেশনে চার ডিফেন্ডার হতে পারেন নিশু, লালচুংনুঙ্গা, হেক্টর আর রাকিপ কিংবা লাকরার মধ্যে একজন। ডিফেন্সিভ ব্লকার জিকসন সিং। প্রায় দু’মাস পর দলে ফিরছেন সাউল ক্রেসপো। মাঝমাঠে নাওরেম মহেশ আর বিষ্ণু নিশ্চিত। সেলিস না পারলে উইংয়ে ফিরবেন নন্দকুমার। স্ট্রাইকারে দিয়ানামতাকোসের উপর ভরসা রাখছে থিঙ্কট্যাঙ্ক। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে গ্রিসের স্ট্রাইকারকে দলে নেওয়া হয়েছে। অথচ পালতোলা নৌকোর ডিফেন্ডার শুভাশিসও (৬) দিয়ামানতাকোসের চেয়ে (৩) চেয়ে বেশিবার জাল কাঁপিয়েছেন। কেন এই হাল? সাংবাদিক সম্মেলনে প্রশ্নে অস্কারও বিব্রত। তাঁর আশা, এবার নিশ্চয়ই জ্বলে উঠবেন তারকা স্ট্রাইকার। 
লিগ টেবিলে চেন্নাইয়ানও ভালো জায়গায় নেই। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে তারা। ধারাবাহিকতার অভাব প্রধান সমস্যা। তবে শেষবেলায় প্রীতম কোটালকে নিয়ে রক্ষণ পোক্ত করতে চেয়েছেন আওয়েন। চোট সারিয়ে এলসিনহোর প্রত্যাবর্তনও স্বস্তি দিচ্ছে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিকে। ড্যানিয়েল চিমা, কিয়ান, কোনর শিল্ডসরা মরণ কামড় দিতে তৈরি।
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টসে।)
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা