বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

দীপ্যেন্দুকে নিয়মিত সুযোগ দেওয়া হোক

অলোক মুখার্জি: দল গঠনের ক্ষেত্রে কখনও কার্পণ্য করেননি সঞ্জীব গোয়েঙ্কা। বিদেশি থেকে ভারতীয় স্কোয়াড— সব বিভাগেই সেরা ফুটবলারদের সই করিয়েছে মোহন বাগান। দলের পারফরম্যান্সে তারই প্রভাব স্পষ্ট। আইএসএলে প্রথম দল হিসেবে ‘ব্যাক টু ব্যাক’ লিড-শিল্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সবুজ-মেরুন ব্রিগেড। তার একমাত্র কারণ দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। তাই বুধবার সাহাল আব্দুল সামাদ চোট পেয়ে মাঠ ছাড়ার মুহূর্তে কোচ মোলিনার চোখেমুখে ছিল না উদ্বেগের ছাপ। তিনি জানতেন, তাঁর হাতে বিকল্প ফুটবলারের অভাব নেই। তা না হলে জেসন কামিংস-দিমিত্রি পেত্রাতোসরা দিনের পর দিন বেঞ্চে বসে থাকত না। আইএসএলের অন্য যে কোনও দলে তারা অটোমেটিক চয়েজ।
মরশুমের শুরুতে বেশ ঢাকঢোল পিটিয়ে জেমি ম্যাকলারেনকে সই করিয়েছিল মোহন বাগান। অস্ট্রেলিয়ান লিগের সর্বাধিক গোলদাতা। দলের হায়েস্ট পেইড ফুটবলারও। ইস্ট বেঙ্গল ও মহমেডানের বিরুদ্ধে জাল কাঁপালেও লিগের অধিকাংশ ম্যাচেই নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ সে। অজি বিশ্বকাপার নিজেও তা বুঝতে পারছিল। তাই বুধবার প্রথম গোলের পর বেশ রিল্যাক্সড দেখায় তাকে। যেন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচে। আর দ্বিতীয় গোলটার জন্য অবশ্যই কামিংসকে কৃতিত্ব দিতে হবে। ওর সাজিয়ে দেওয়া পাস থেকেই জাল কাঁপায় ম্যাকলারেন। তবে আমার মনে হয়, অজি স্ট্রাইকারকে আরও বেশি ধারাবাহিক হতে হবে।
জোড়া গোলে বুধবার মোহন বাগানের জয়ের নায়ক ম্যাকলারেন হলেও, আমার মতে ম্যাচের সেরা ফুটবলার অবশ্যই দীপ্যেন্দু বিশ্বাস। কী দারুণ ফুটবলারটাই না খেলল ছেলেটা। দুই বিদেশি ডিফেন্ডারের উপস্থিতিতে সেভাবে সুযোগ পাচ্ছিল না দীপ্যেন্দু। তবে গত ম্যাচে রাইট উইং-ব্যাক পজিশনে দারুণ ভাবে নিজেকে মেলে ধরে। আর বুধবার তো সেন্ট্রাল ডিফেন্সে দাপুটে ফুটবল খেলল। ম্যাচে একবারের জন্য ওকে দেখে মনে হয়নি, কোনওরকম চাপে রয়েছে। এভাবে নিজেকে ধরে রাখলে আরও এক বাঙালি ডিফেন্ডারকে পেতে চলেছে ভারতীয় ফুটবল। মোহন বাগান কোচ হোসে মোলিনার উচিত, ওকে আরও বেশি করে সুযোগ দেওয়া। তাহলে দীপ্যেন্দু আরও বিকশিত হবে।
সাফল্য ঢেকে দেয় অনেক দুর্বলতা। এই মোহন বাগান দলেও উইং-ব্যাক পজিশনে ফাঁকফোকর রয়েছে। বুধবারও বেশ কয়েকবার শুভাশিস-আশিস রাইদের নড়বড়ে লেগেছে। সব থেকে বড় কথা, লিস্টন ও মনবীর যদি অন্য কোনও দলে থাকলে, তাহলে কিন্তু মোহন বাগানের পথ এত মসৃণ হতো না।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা