বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

পছন্দের ইডেনে ফিরে রোমাঞ্চিত সূর্যকুমার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন আগেই ইডেনে জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচ খেলতে এসেছিলেন সূর্যকুমার। এবার ক্রিকেটের নন্দনকাননে স্কাই হাজির রনজি ট্রফির ম্যাচ খেলতে। শনিবার কোয়ার্টার ফাইনালে হরিয়ানার মুখোমুখি হবে মুম্বই। তার আগে ইডেনে অনুশীলনে এসে রোমাঞ্চিত সূর্যকুমার যাদব। মাঠ থেকে বেরনোর সময় সূর্য বলছিলেন, ‘ইডেন আমার খুবই পছন্দের মাঠ। কখনও হতাশ করে না।’ সূর্যকুমার, রাহানেরা মাঠ থেকে বেরতেই তাঁদের ঘিরে ধরেন অনুরাগীরা। হাসি মুখেই অনুরাগীদের অটোগ্রাফ ও নিজস্বীর আবদার মিটিয়ে টিম বাসে ওঠেন সূর্যরা।
সূর্যকুমার ভারতের টি-২০ দলের অধিনায়ক। কিন্তু টেস্ট দলে নিয়মিত নন তিনি। রাহুল দ্রাবিড় জমানায় একটা ম্যাচে সুযোগ পেলেও দাগ কাটতে ব্যর্থ। তবে হাল ছাড়তে নারাজ স্কাই। রনজি ট্রফিতে ভালো পারফরম্যান্স করে ফের টেস্ট দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য তাঁর। এদিকে, এদিন ইডেনে ভারতীয় অধিনায়কের নজর কাড়লেন এক নেট বোলার। নাম প্রিয়াংশু প্যাটেল। তরুণ বাঁহাতি স্পিনারকে ডেকে দীর্ঘক্ষণ কথা বললেন সূর্য। ইডেন ছাড়ার সময় বাংলার নেট বোলারের প্রশংসা শোনা গেল সূর্যের মুখে। তিনি বলছিলেন, ‘দারুণ প্রতিভা। এদিন নেটে ওর বল খেলতে সমস্যা হচ্ছিল ব্যাটারদের। তাই ওর সঙ্গে কথা বলছিলাম।’ ভারতের টি-২০ অধিনায়কের মন জিততে পেরে আপ্লুত প্রিয়াংশুও। ময়দানে পাইকপাড়া ক্লাবে খেলেন এই বাঁহাতি স্পিনার। অতীতে টিম ইন্ডিয়ার নেটেও বল করেছেন তিনি। প্রিয়াংশু বলছিলেন, ‘এদিন মুম্বইয়ের উইকেটরক্ষককে আউট করেছিলাম। সেটা দেখেই সূর্যভাই আমায় ডাকেন।’
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা