বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বুমরাহর ভাগ্য ঝুলে স্কাউটনের সিদ্ধান্তের উপর

বেঙ্গালুরু: যশপ্রীত বুমরাহকে নিয়ে উদ্বেগ অব্যাহত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন কিনা, তা জানা যাবে কয়েকদিনের মধ্যে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় স্পিডস্টারের পিঠে স্ক্যান হয়েছে। মেডিকেল টিম খতিয়ে দেখছে চোটের অবস্থা। তারপর পরামর্শ নেওয়া হবে নিউজিল্যান্ডের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান স্কাউটেনের। উল্লেখ্য, সিডনিতে পিঠের ব্যথায় কাবু হওয়ার পর এই কিউয়ি চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন বুমরাহ। শুধু তাই নয়, ২০২৩ সালে ভারতীয় তারকা পেসারের পিঠে অস্ত্রোপচার করেছিলেন তিনিই। অর্থাৎ বুমরাহর চোটের নাড়িনক্ষত্র জানেন রোয়ান। তাই ভারতীয় বোর্ড তাঁর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে চায়। 
সিডনিতে দেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন বুমরাহ। কিন্তু ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। ব্যথা বাড়ায় ছুটতে হয়েছিল হাসপাতালে। তারপর থেকে তিনি বিশ্রামে। গত রবিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন। সেখানে তাঁর রিহ্যাব চলছে। এদিকে, ১১ ফেব্রুয়ারির মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তাই হাতে সময় কম। শর্তসাপেক্ষে বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়। কিন্তু সময়ের মধ্যে ফিট হতে না পারায় ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান ভারতীয় পেসারটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও ঘোরতর সংশয় রয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, গ্রুপের প্রথম ম্যাচ না খেললেও পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামুক বুমরাহ। ভারত-বাংলাদেশ ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। তিনদিন পর পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। তারপর রয়েছে নিউজিল্যান্ড ম্যাচ। অর্থাৎ আরও সপ্তাহ দুয়েক সময় পাবেন বুমরাহ। তাই নির্বাচকদের একাংশ ঝুঁকি নিয়ে বুমরাহকে স্কোয়াডে রেখে দেওয়ার পক্ষপাতী। তবে রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররা এই ধরনের সিদ্ধান্তের বিরোধী। রবির যুক্তির, আনফিট অবস্থায় বুমরাহকে খেলালে ওর কেরিয়ারের ক্ষতি হতে পারে। কোচ গম্ভীর ইতিমধ্যে বুমরাহর বিকল্প খোঁজা শুরু করে দিয়েছেন। তার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজকে কাজে লাগাচ্ছেন তিনি। হর্ষিত রানা প্রথম ওয়ান ডে’তে নিয়েছিলেন তিন উইকেটে। অভিষেক ম্যাচে তাঁর নজরকাড়া বোলিং নির্বাচকদের নোটবুকে অবশ্যই জায়গা করে নিয়েছে। তাই বুমরাহ একান্তই চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারলে, হর্ষিতের স্কোয়াডে ঢোকার সম্ভাবনা প্রবল।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা