বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রবিবার কটকে দ্বিতীয় ওডিআই, রোহিতের পাশে রবি অশ্বিন

কটক: বৃহস্পতিবার নাগপুরে সিরিজের প্রথম একদিনের ম্যাচে এসেছে দাপটে জয়। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই কটকে পা রাখল রোহিত শর্মা ব্রিগেড। রাজকীয় সংবর্ধনার মধ্যে দিয়ে টিম হোটেলে প্রবেশ করেন ক্রিকেটাররা। ইংল্যান্ড ক্রিকেট দলও এদিন পৌঁছয়। রবিবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ। টিম ইন্ডিয়ার সামনে যা সিরিজ জেতার মঞ্চ হয়ে উঠছে। সেক্ষেত্রে বুধবার শেষ একদিনের ম্যাচে প্রয়োজনীয় পরীক্ষার পথেও হাঁটতে পারবে শিবির। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। 
তবে তার আগে অধিনায়ক রোহিত শর্মার ফর্মই উদ্বেগে রাখছে ক্রিকেটপ্রেমীদের। ছুটে আসছে সমালোচনাও। স্বয়ং রোহিতকেও প্রেস কনফারেন্সে শুনতে হয়েছে অবসর নিয়ে প্রশ্ন। এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ইউ টিউব চ্যানেলে বলেছেন, ‘রোহিতের কাছে ব্যাপারটা নিশ্চিতভাবেই হতাশাজনক। ওর উচিত সিরিজে মন দেওয়া। তবে ব্যর্থ হলে লোকজন প্রশ্ন তুলবেই। প্রশ্নকে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। একমাত্র রোহিত রান করলেই সব প্রশ্ন বন্ধ হবে। প্রার্থনা করছি ইংল্যান্ডের বিরুদ্ধেই যেন সেঞ্চুরি পায়।’
হঠাৎ হাঁটুতে চোটের জন্য বৃহস্পতিবার খেলতে পারেননি বিরাট কোহলি। সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে বিরাট ফিট থাকলে টিম ম্যানেজমেন্টের সামনে বড় সমস্যা হয়ে উঠবে প্রথম এগারো বেছে নেওয়া। তিন নম্বরে নেমে শুভমান গিল নাগপুরে ম্যাচ-জেতানো ইনিংস খেলেছেন। চারে শ্রেয়স আয়ারও আক্রমণাত্মক ছিলেন। ফলে তাঁদের কাউকে বাদ দেওয়া সম্ভব নয়। তাই বিরাট দলে এলে বাদ পড়ার কথা যশস্বী জয়সওয়ালের। কিন্তু শুরুতে ডানহাতি ও বাঁ-হাতিকে চাইছে দল। তবে এই ফরম্যাটে অভিষেক সুখের হয়নি যশস্বীর। প্রশ্ন হল, রবিবার কি আরও একবার সুযোগ পাবেন তিনি? 
হর্ষিত রানার অভিষেকেই তিন উইকেট অবশ্য স্বস্তি আনছে। যশপ্রীত বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও। মহম্মদ সামিও চোট সারিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফলে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে ব্যবহার করতে চাইছে দল পরিচালন সমিতি। এই পরিস্থিতিতে হর্ষিত যে গতিতে বল করেছেন তা ভরসা দিচ্ছে দলকে। এই সিরিজে দেখে নেওয়া হবে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকেও। পাশাপাশি, ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীর ওডিআই অভিষেকের সম্ভাবনাও রয়েছে।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা