বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আজ দিল্লি ভোটের ফল, বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের, বিধায়ক পিছু ১৫ কোটি দর বিজেপির!

নয়াদিল্লি: ভোটে হারার পর জয়ী দলের বিধায়ক ভাঙিয়ে বিজেপির কুর্সি দখলের খেলা দেখেছে দেশ। কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র... তালিকাটা দীর্ঘ। এবার কি সেই ‘অপারেশন লোটাস’-এর কৌশল বদলাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল? আজ, শনিবার দিল্লিতে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। তার ঠিক ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল— আম আদমি পার্টির (আপ) অন্তত ১৬ জন প্রার্থী তথা বিদায়ী বিধায়ককে দল বদলের টোপ দিচ্ছে বিজেপি। বিধায়ক পিছু ১৫ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই অভিযোগ ঘিরেই শুক্রবার তুলকালাম চলল রাজধানীতে। তবে কি নজিরবিহীনভাবে এবার ফলপ্রকাশের আগেই দল ভাঙানোর খেলা শুরু? আপের অভিযোগ সামনে আসার পর বিড়ম্বনার মুখে পড়ে বিজেপি। তড়িঘড়ি নেওয়া হয় পাল্টা পদক্ষেপ। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে দলীয়ভাবে চিঠি পাঠিয়ে আপের অভিযোগের সত্যতা নিয়ে তদন্তের দাবি জানায় তারা। সেই দাবি মেনে দুর্নীতি দমন শাখাকে (এসিবি) তদন্ত শুরু করার নির্দেশ দেন সাক্সেনা। সেইমতো এদিনই কেজরিওয়ালের বাসভবনে পৌঁছে যান এসিবি অফিসাররা। আপ সুপ্রিমোকে নোটিস ধরানো হয় এই মর্মে যে, অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ পেশ করুন। কারা, কোন কোন ফোন নম্বর থেকে টাকার প্রস্তাব দিয়েছে, তার বিস্তারিত তথ্য জমা করতে হবে। আর এই দড়ি টানাটানির মধ্যেই ফের বোমা ফাটান আপ সুপ্রিমো। এক্স হ্যান্ডলে তাঁর অভিযোগ, ‘বুধবার দিল্লিতে ভোট মিটে গিয়েছে। আগামী কাল ফল প্রকাশ। কিন্তু বহুবার অনুরোধ করা সত্ত্বেও বিধানসভা কেন্দ্রগুলিতে বুথ পিছু কত ভোট পড়েছে, নির্বাচন কমিশন তা এখনও আপলোড করেনি। কমিশন ফর্ম ১৭সি-ও আপলোড করতে চাইছে না।’ সব মিলিয়ে ফলপ্রকাশের আগেই দিল্লিতে রাজনৈতিক নাটক তুঙ্গে।
গত ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটগ্রহণ হয়েছে। অধিকাংশ বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ কেউ বিজেপিকে এগিয়েও রেখেছে। কিন্তু সেই সব পূর্বাভাস ম্লান হয়ে গিয়েছে ফলপ্রকাশের আগে আপের বিস্ফোরক অভিযোগে। কেজরিওয়াল বৃহস্পতিবারই দাবি করেছিলেন, দল বদলের জন্য আপের ১৬ জন প্রার্থীকে ১৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। সঙ্গে মন্ত্রিত্বের টোপ। এই অভিযোগের সত্যতা প্রমাণে লেফটেন্যান্ট গভর্নরের কাছে তদন্তের দাবি জানান বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু মিত্তল। চিঠিতে তিনি লেখেন, ‘আপের তরফে অরবিন্দ কেজরিওয়াল ও সঞ্জয় সিংয়ের তোলা অভিযোগ খুবই গুরুতর। কিন্তু দাবির সপক্ষে তাঁরা কোনও প্রমাণ পেশ করেননি। ফোন কলের বিস্তারিত তথ্য বা কারা ফোন করল কিছুই স্পষ্ট নয়। তাই এবিষয়ে অবিলম্বে তদন্ত হোক।’ এরপরই মুখ্যসচিবকে চিঠি লিখে আপের তোলা অভিযোগ নিয়ে এসিবি তদন্ত শুরুর নির্দেশ দেন লেফটেন্যান্ট গভর্নর।
এদিন কেজরিওয়ালের সুরেই অভিযোগ তোলেন আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। এরপর আপের একাধিক বিধায়ক তথা প্রার্থীও ফোনে ১৫ কোটি টাকা ও মন্ত্রিত্বের টোপ পেয়েছেন বলে দাবি করতে শুরু করেন। সেই দলে রয়েছেন সুলতানপুর মাজরা কেন্দ্রের প্রার্থী তথা মন্ত্রী মুকেশ আহলাওয়াত, দ্বারকা আসনের প্রার্থী তথা বর্তমান বিধায়ক বিনয় মিশ্র। এসিবির কাছে এব্যাপারে অভিযোগ জানিয়েছেন সঞ্জয়। সংশ্লিষ্ট ফোন নম্বরের উল্লেখও করা হয়েছে সেই অভিযোগপত্রে। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা