বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কর্পোরেটদের ৫ বছরে ৭.৭৪ লক্ষ কর রিবেট দিয়েছে কেন্দ্র

নয়াদিল্লি: কৃষক ও আম আদমিকে নিয়ে কোনও মাথা ব্যথা নেই। অথচ কর্পোরেট ‘বন্ধু’দের তুষ্ট করতে মুখিয়ে মোদি সরকার। এমনই অভিযোগ করে থাকে বিরোধীরা। গত দশ বছরে ব্যাঙ্কগুলি ১২ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে। যার সবথেকে বেশি লাভ ঘরে তুলেছে কর্পোরেট সংস্থাগুলি। এখানেই শেষ নয়, ট্যাক্স রিবেটের মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলিকে বিপুল টাকা ছাড় দিচ্ছে কেন্দ্র। গত পাঁচ বছরে যার পরিমাণ ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা। রাজ্যসভায় এমনই জানিয়েছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক। যদিও কর্পোরেটকে এই বিপুল সুবিধা দিয়ে অর্থনীতির কী উপকার হয়েছে? কত চাকরি হয়েছে? এই প্রশ্নের কোনও সদুত্তর সরকারের তরফে মেলেনি।  
কেরলের সাংসদ জে বি মাথের হিসহামের প্রশ্নের জবাবে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ার, এই পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি ১ লক্ষ ৬৩ হাজার কোটি টাকার বেশি কর রিবেট দেওয়া হয়েছে ২০১৯-২০-তে। আর কর্পোরেট সংস্থাগুলিকে সবথেকে কম রিবেট পেয়েছে ২০২১-২২ মূল্যায়ণ বছরে। যার পরিমাণ ছিল ১ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা।
কর্পোরেট ক্ষেত্রকে ট্যাক্স রিবেট দেওয়ার ফলে দেশের অর্থনীতি কতটা লাভবান হয়েছে, তা কি মূল্যায়ন করে দেখা হয়েছে? এর ফলে কতজন কাজ পেয়েছেন? জানতে চেয়েছিলেন জনৈক সাংসদ। এই প্রশ্নের কোনও উত্তর দেননি মন্ত্রী। এই সংক্রান্ত কোনও তথ্য মন্ত্রকের কাছে নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা