বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আয়ুষ্মান ভারত-এ জালিয়াতি হচ্ছে, সংসদে স্বীকার কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে জালিয়াতি হচ্ছে বলে শুক্রবার সংসদে স্বীকার করে নিল মোদি সরকার। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে গুজরাতের কংগ্রেস সাংসদ গেনিবেন নাগাজি ঠাকোরের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, শুধুমাত্র মোদির রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ডে জালিয়াতির জেরে ৭১টি হাসপাতাল এবং ন’জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। কালো তালিকাভুক্ত হয়েছে একটি হাসপাতাল এবং দু’টিকে বহিষ্কার করা  হয়েছে। উদ্ধার হয়েছে ১৫ কোটি ৮ হাজার টাকা। ১৯ কোটি ৯০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে হাসপাতালগুলিকে। 
শুধু গুজরাত নয়, অন্য রাজ্যগুলিতেও পরিস্থিতি কম-বেশি এক। অর্থাৎ সেখানেও দুর্নীতি। যে কারণে বিভিন্ন রাজ্যের এক হাজার ১১৪টি হাসপাতালকে তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানান নাড্ডা। ১ হাজার ৫০৪টি হাসপাতালকে গুণতে হয়েছে ১২২ কোটি টাকা জরিমানা। 
এদিকে, প্রশ্নোত্তর পর্বে জাল ওষুধ ইস্যুতে সবর হন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর বক্তব্য, ৩০ শতাংশ আয়ুবের্দিক ওষুধ জাল বলে রিপোর্ট দিয়েছে সংসদীয় কমিটি। পরিস্থিতি মোকাবিলায় সরকার কী করছে জানতে চান তিনি। জবাবে আয়ুশ মন্ত্রী প্রতাপরাও গণপতরাও যাদব জানান, ‘এ ব্যাপারে ড্রাগ ইন্সপেক্টররা তল্লাশি চালান। সময় মতো ব্যবস্থা নেওয়া হয়।’ দেশে রোগী পিছু চিকিৎসকের সংখ্যা অনুপাত কত? জানতে চান তৃণমূল সাংসদ মালা রায়। জবাবে স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, গড়ে ৮১১ জন রোগী পিছু একজন ডাক্তার রয়েছেন দেশে।
আদালতগুলিতে শূন্য‌ পদ নিয়ে প্রশ্ন করেন মালা রায়, গোবিন্দ কারজোল এবং অরবিন্দ ধর্মাপুরি। আ‌ইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের জবাব, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে দু’টি বিচারপতি পদ খালি। হাইকোর্টগুলিতে সেটি ৩৬৭। আর জুডিসিয়াল অফিসারের পদ খালি ৫,২৯২টি।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা