বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ডিজিটাল জালিয়াতি রুখতে পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের, চালু হচ্ছে ‘ব্যাঙ্ক ডট ইন’ ডোমেইন

মুম্বই: দেশে লাফিয়ে বাড়ছে ডিজিটাল জালিয়াতির ঘটনা। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ছ’মাসে প্রায় সাড়ে ১৮ হাজার এই ধরনের ঘটনা সামনে এসেছে। যা তার আগের বছরের এই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। শুক্রবার এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানিয়েছেন, ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করতে ‘ব্যাঙ্ক ডট ইন’ এবং ‘ফিন ডট ইন’— এই দু’টি ইন্টারনেট ডোমেইন চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক। যা ব্যবহার করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনও সংস্থা।
জানা গিয়েছে, প্রথম দফায় ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য বরাদ্দ করা হবে ‘ব্যাঙ্ক ডট ইন’ ডোমেইন। আগামী এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কাজ। যার দায়িত্ব দেওয়া হয়েছে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি (আইডিআরবিটি)-কে। এর ফলে ব্যাঙ্কগুলির ওয়েবসাইটের বর্তমান ডোমেইন বদলে ফেলতে হবে। নতুন ওয়েবসাইটের ডোমেনের শেষে থাকবে ‘ডট ব্যাঙ্ক ডট ইন’। এর ফলে গ্রাহকদের বৈধ ব্যাঙ্কিং প্ল্যাটফর্মগুলিকে চিহ্নিত করা সহজ হবে। কমবে ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার আশঙ্কা। ভবিষ্যতে ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি)-গুলির জন্য ‘ফিন ডট ইন’ ইন্টারনেট ডোমইন আনবে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ছ’মাসে অনলাইন জালিয়াতদের খপ্পড়ে পড়ে মোট ২১ হাজার ৩৬৭ কোটি টাকা খুইয়েছিলেন ব্যাঙ্ক গ্রাহকরা। মোট ১৮ হাজার ৪৬১টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। গত ডিসেম্বরের শেষের দিকে প্রকাশিত একটি রিপোর্টে এমনই জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা