বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

চিন্ময়কে জামিন   নয় কেন, ইউনুস সরকারের জবাব তলব হাইকোর্টের

ঢাকা: রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে কেন জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশের হাইকোর্ট। গত বছরের ২৫ নভেম্বর থেকে জেলবন্দি রয়েছেন চিন্ময়। তাঁর জামিন নিয়ে সরকারের মতামত জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করেছে বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও আলি রেজার বেঞ্চ। দু’সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে হবে। তবে এদিনও চিন্ময়ের জামিন মঞ্জুর করেনি হাইকোর্ট। এর আগে একাধিকবার নিম্ন আদালতে চিন্ময়ের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। এদিন তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য ও প্রবীররঞ্জন হালদার। অন্যদিকে, চিন্ময়ের জামিনের বিরোধিতা করেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক হক ও আরশাদুর রউফ।
বাংলাদেশে হিন্দু নাগরিকদের উপর অত্যাচারের প্রতিবাদে ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণদাসের নেতৃত্বে চট্টগ্রামে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ ওঠে চিন্ময়ের বিরুদ্ধে। যদিও পুরো বিষয়টিই চক্রান্ত বলে অভিযোগ তাঁর অনুগামীদের। ৩১ অক্টোবর এই নিয়ে চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপরই ২৫ নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁর জামিন খারিজ হতেই রণক্ষেত্র হয়ে ওঠে চট্টগ্রাম মেট্রোপলিটান আদালত চত্বর। চিন্ময়ের অনুগামী, পুলিস ও আইনজীবীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এক আইনজীবীকে কুপিয়ে খুন করা হয়। ২ জানুয়ারি ফের চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময়। সরকারের জবাব মেলার পর চিন্ময়ের জামিন মঞ্জুর হয় কি না, সে দিকে নজর তাঁর অনুগামীদের।
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা